ছাত্রশিবির – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 16 Dec 2021 08:43:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ছাত্রশিবির – MS TV https://mstvbd.com 32 32 ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালির প্রস্তুতিকালে কসবার ১জন সহ ৩ শিবির কর্মী আটক https://mstvbd.com/?p=5822 https://mstvbd.com/?p=5822#respond Thu, 16 Dec 2021 08:43:11 +0000 https://mstvbd.com/?p=5822 ...বিস্তারিত পড়ুন]]> বিজয় দিবসে র‌্যালি করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন, জেলার বিজয়নগরের আমানপুরের মেহেদী হাসান (২১), নবীনগরের নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী (১৮) ও কসবা উপজেলার মিয়াদ মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে র‌্যালি করতে ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমবেত হচ্ছিলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় তাদের আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5822 0