ছুরিকাঘাত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 12 Aug 2022 06:36:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ছুরিকাঘাত – MS TV https://mstvbd.com 32 32 কুমিল্লায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু https://mstvbd.com/?p=7179 https://mstvbd.com/?p=7179#respond Fri, 12 Aug 2022 06:36:10 +0000 https://mstvbd.com/?p=7179 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার বরুড়ায় সন্তানের ছুরিকাঘাতে জুলহাস মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুলহাস মোল্লা উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া বলেন, রোববার (৭ আগস্ট) জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের সঙ্গে ঝগড়া হয়। এ সময় তাদের ১৭ বছর বয়সী ছেলে ঝগড়া থামাতে চেষ্টা করেন। ব্যর্থ হয়ে একপর্যায়ে সে তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে জুলহাস মোল্লা মারা যান।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনা এতদিন আমাদের কেউ জানায়নি। শুক্রবার সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7179 0
হবিগঞ্জে মায়ের পক্ষ নিয়ে বাবাকে হত্যা করলো ছেলে https://mstvbd.com/?p=6853 https://mstvbd.com/?p=6853#respond Sat, 14 May 2022 23:10:53 +0000 https://mstvbd.com/?p=6853 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জে পারিবারিক কলহের সময় ছেলের ছুরিকাঘাতে আজদু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজদু মিয়া ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা ছেলের নাম মো. মাসুম মিয়া (২০)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আজদু মিয়া ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া মায়ের পক্ষ থেকে বাবা আজদু মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় আজদু মিয়া ছেলে মাসুমকে লাঠি দিয়ে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম তার বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আজদু মিয়ার মৃত্যু হয়।

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে আজদু মিয়ার মৃত্যুর পর বাড়ি থেকে পালিয়েছেন তার ঘাতক ছেলে মাসুম। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6853 0