জরিমানা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 22 Jan 2022 14:19:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png জরিমানা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা https://mstvbd.com/?p=6218 https://mstvbd.com/?p=6218#respond Sat, 22 Jan 2022 14:19:27 +0000 https://mstvbd.com/?p=6218 ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ মোটরসাইকেল চালককে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কসবা টু নয়নপুর সড়কের বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজের সামনে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার জানান, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ বিহীন মোটরযান চালানোর অপরাধে ১৩ অভিযুক্তকে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়,সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6218 0