জাতীয় নির্বাচন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 06 Jan 2024 22:51:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png জাতীয় নির্বাচন – MS TV https://mstvbd.com 32 32 নিরাপত্তার শঙ্কায় রোববার চট্টগ্রাম থেকে ৬ ট্রেনের যাত্রা বাতিল https://mstvbd.com/?p=8380 https://mstvbd.com/?p=8380#respond Sat, 06 Jan 2024 22:51:56 +0000 https://mstvbd.com/?p=8380 আজ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তরে নিরাপত্তার আশঙ্কায় আজ রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চারটি আন্তনগরসহ ছয়টি ট্রেনের যাত্রা।

 

 

 

 

রোববার (৭ জানুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান।

 

 

মনিরুজ্জামান বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে রোববার আন্তনগর ট্রেনের মধ্যে বিজয় এক্সপ্রেস, কর্ণফুলী কমিউটার, নাসিরাবাদ, সাগরিকা কমিউটারের যাত্রা বাতি করা হয়েছে। পাশাপাশি নাজিরহাট লোকাল এবং বিশ্ববিদ্যালয় শাটলও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য ট্রেনগুলো সিডিউল অনুযায়ী চলাচল করছে। শনিবার আন্তনগর ট্রেনগুলো স্বাভাবিকভাবে ছেড়েছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8380 0
দুই ঘণ্টা পরপর নির্বাচনী অ্যাপে ভোট পড়ার হার জানাবে ইসি https://mstvbd.com/?p=8337 https://mstvbd.com/?p=8337#respond Mon, 01 Jan 2024 14:32:38 +0000 https://mstvbd.com/?p=8337 ...বিস্তারিত পড়ুন]]> আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ভোট পড়ার হার দুই ঘণ্টা পরপর নির্বাচনী অ্যাপে জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেটা আমরা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই। সেখানে কেন্দ্রভিত্তিক দু-ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানা যাবে। ভোটকন্দ্রের তথ্য এখনই জানতে পারছেন, কোন ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায়।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেন্দ্রভিত্তিক ফলাফল পাওয়া গেলেও কেন্দ্রীভূত ফলাফল পাওয়া যাবে না। কেননা পার্বত্য অঞ্চল বা মনপুরার মতো দুর্গম অঞ্চল থেকে কোনো কারণে ফলাফল পাঠাতে না পারলে ভোটের পারসেন্টেজে গরমিল হয়ে যেতে পারে। তবে সম্ভব হলে আমরা জানাবো। ২০ শতাংশ ভোটকেন্দ্র এখনো নেটওয়ার্কের বাইরে। আমরা সেখানে বিজিবি, পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করবো।

 

তিনি আরও বলেন, চরাঞ্চলে সমস্যা হলো নদীপথে আসতে কুয়াশার কারণে দেরি হয়। তবে ভেরিফাইড হোয়াটসঅ্যাপে যেন তথ্য নিয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করা যায়, সে চিন্তাভাবনা চলছে। কেননা আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, তাতে দেখা যাচ্ছে সে সময় (ভোটের দিন) একটা মধ্যমানের শৈত্যপ্রবাহ থাকবে। নদী এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোয় ঘন কুয়াশা থাকতে পারে। সেজন্য আমরা বিকল্প চিন্তা করছি, কীভাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভোটের ফলাফল সংগ্রহ করতে পারি।

সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, সংসদ নির্বাচনের ভোটার, নাগরিকরা যেন ম্যাপ দেখে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা আছে অ্যাপে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তার কাছে তথ্য নিয়ে দুই ঘণ্টা পরপর আসনভিত্তিক ভোট পড়ার হার জানাবো। প্রার্থীর ছবিসহ তথ্যও পাওয়া যাবে। অন্যান্য নির্বাচনের তথ্যও দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড্রয়েড, ও অ্যাপল উভয় অ্যাপ স্টোর থেকে অ্যাপটি পেয়ে যাবেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8337 0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি https://mstvbd.com/?p=8280 https://mstvbd.com/?p=8280#respond Wed, 15 Nov 2023 13:24:26 +0000 https://mstvbd.com/?p=8280 ...বিস্তারিত পড়ুন]]> আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা শেষে ভোটের এ দিন জানানো হয়েছে। একই সঙ্গে সভায় মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের শেষ দিনও চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

কমিশন বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8280 0