জিহ্বা কাটা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 08 Mar 2023 16:23:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png জিহ্বা কাটা – MS TV https://mstvbd.com 32 32 আখাউড়ায় ইসলামিক বক্তা নূরীর জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় আটক ৪ https://mstvbd.com/?p=7959 https://mstvbd.com/?p=7959#respond Wed, 08 Mar 2023 16:22:04 +0000 https://mstvbd.com/?p=7959 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত চাঞ্চল্যকর ইসলামিক বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরীর জিহ্বা কেটে হত্যা চেষ্টা মামলায় চারজনকে আটক করেছে র‌্যাব- ৯।

 

বুধবার (৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন র‌্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়া ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮) ,হাজী আমির আলী ভূঁইয়া ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার থানার বিংলা বাড়ি গ্রামের মৃত শেবু মিয়া ছেলে মো.আমিরুল ইসলাম রিমন (২০) তার বর্তমান ঠিকানা চাওড়া দৌলত বাড়ি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গত ৫ মার্চ রবিবার রাত সোয়া বারোটার দিকে হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষ করে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেল ক্রসিং এর উত্তর পাশে ফাঁকা রাস্তার পাশে পৌছামাত্র অজ্ঞাতনামা কয়জন কয়েকজন তাকে হামলা করে তার জিহ্বা কেটে ফেলে।

 

এ ঘটনায় আহতের চাচা মোঃ আব্দুল বাছির ভূঁইয়া (৫৫) বাদী হয়ে এজহার নামীয় ২ জন সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তোলে এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে,ছায়া তদন্তের এক পর্যায়ে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একাধিক আভিযানিক দল ৭ মার্চ হত্যা চেষ্টার সাথে জড়িত ১ জন এজহারভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করেছে।

 

সূত্রমতে এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহ্বা কাঁটার ঘটনা সম্পর্কে জানা যায় যে ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নূরীর দৌলত বাড়ি মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেই যার ফলশ্রুতিতে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে হামলার ফলে জিহ্বা কেটে যায়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7959 0