ঝিনাইদহ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 25 Mar 2023 08:16:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ঝিনাইদহ – MS TV https://mstvbd.com 32 32 শ্মশানঘাটে ট্রাক্টরচাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের https://mstvbd.com/?p=8006 https://mstvbd.com/?p=8006#respond Sat, 25 Mar 2023 08:16:37 +0000 https://mstvbd.com/?p=8006 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহ কালীগঞ্জের শ্মশানঘাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার চাচা মাহবুবুর রহমান।

শনিবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ছিলেন। সে মাঝদিয়া সুবর্ণাসারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মাহবুবুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মাহবুবুর রহমান জানান, সকালে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলযোগে বারোবাজার যাচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভাতিজা তরিকুল নিহত হয়।

সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8006 0
ঝিনাইদহে কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি https://mstvbd.com/?p=7503 https://mstvbd.com/?p=7503#respond Thu, 27 Oct 2022 02:10:54 +0000 https://mstvbd.com/?p=7503 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহ শহরের আদর্শপাড়া নামক এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুকুরটির মালিক। সেই সঙ্গে সন্ধানদাতাকে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে থানায় কুকুরটির মালিক সালাউদ্দিন গাউস (৪৫) নামক এক ব্যক্তি সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে কুকুরটির সন্ধান পেতে কাজ করছে থানা পুলিশ।

জানা গেছে, শহরের আদর্শপাড়া এলাকায় প্রায় একবছর আগে এইড কমপ্লেক্স থেকে একটি বিদেশি কুকুর সংগ্রহ করে পালন শুরু করেন গাউস। কুকুরটির নাম রাখেন কুকি। মঙ্গলবার সকালে বাড়ির গেটের ভেতরে গিয়ে অচেনা দুই ব্যক্তি কুকুরটি চুরি করে নিয়ে যান। খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে অবেশেষে থানায় জিডি করেন কুকুরের মালিক।

সালাউদ্দিন গাউস বলেন, আমার হারিয়ে যাওয়া কুকুরটির বয়স একবছর। ওজন প্রায় ১২ কেজির উপরে। অনেক খোঁজাখুঁজি করেও কুকুরটি পাওয়া যায়নি, তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি। সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, যেকোনো পোষাপ্রাণি হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি কুকুর চুরি হওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7503 0
ঝিনাইদহে গাঁজাসহ আসামি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা, আহত ১০ https://mstvbd.com/?p=6814 https://mstvbd.com/?p=6814#respond Fri, 06 May 2022 23:04:28 +0000 https://mstvbd.com/?p=6814 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা মোড়ে গাঁজাসহ আসামি আটকের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দোকানিরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এএসআই আনোয়ারুল ইসলাম, এএসআই আশরাফুল, কনস্টেবল আশরাফুজ্জামান ও এলেম শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর কনস্টেবল জামালকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যায় মধুপুর চৌরাস্তা বাজারের পাশে একটি চায়ের দোকানে টেবিলের নিচে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় চা দোকানি আকিদুল ইসলামকে আটক করে গাড়িতে তুলতে যায় পুলিশ। পরে বাজারের লোকজন ও অন্য দোকানিরা তাদের বাধা দেন। একপর্যায়ে তারা আসাীমদের ছিনিয়ে নেন। তখন পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে দুই এএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের মধ্যেও কয়েকজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এমএস টিভিকে বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, হাসপাতালে আনা পুলিশ সদস্যদের হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ইটের ও লাঠির আঘাত রয়েছে। তবে তা গুরুতর নয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6814 0
ঝিনাইদহ টোল আদায় নিয়ে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ, নিহত ২ https://mstvbd.com/?p=6742 https://mstvbd.com/?p=6742#respond Thu, 14 Apr 2022 09:05:58 +0000 https://mstvbd.com/?p=6742 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।



বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের আখ সেন্টার পাড়ার জীবন (১৮) এবং এলাঙ্গী গ্রামের আক্তার (১৯)।

স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করে আসছিলেন মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঙ্গে। পরবর্তীতে টোল আদায় নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হন। আহত হন আরও ৯ জন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6742 0
ঝিনাইদহ নির্বাচনী সহিংসতায় ২জনের প্রাণ গেল https://mstvbd.com/?p=6119 https://mstvbd.com/?p=6119#respond Sat, 08 Jan 2022 12:16:37 +0000 https://mstvbd.com/?p=6119 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে কল্লোল হোসেন (৩৫) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের অস্ত্রধারীরা। তিনি উপজেলার বগুড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

এর পূর্বে সকালে আব্দুর রহিম নামে আরেক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গেল ২৩ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় তিনি আহত হয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে উপজেলার বগুড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার নজরুল ইসলামের সমর্থক কল্লোলসহ কয়েকজন পেঁয়াজক্ষেতে কাজ করছিলেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান শিমুলের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে আওধা দলিলপুর মাঠে কল্লোল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন তারা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক আব্দুর রহিমকে পিটিয়ে গুরুতর আহত করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তিনি ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6119 0
এবার ইউপি মেম্বার হলেন তৃতীয় লিঙ্গের পপি https://mstvbd.com/?p=6094 https://mstvbd.com/?p=6094#respond Thu, 06 Jan 2022 19:37:38 +0000 https://mstvbd.com/?p=6094 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহে এবার সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। তিনি শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন।

বুধবার (৫ জানুয়ারি) এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্পা হেলিকপ্টার প্রতীকে পান ২ হাজার ১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিহা খাতুন ৫১৪ ও লিলি খাতুন ৩২৫ ভোট পেয়েছেন।

শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। তার আসল বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। তিনি আড়পাড়া গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরও দুই ভাই ও দুই বোন রয়েছে।

২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপায় চলে আসেন শম্পা খাতুন। সেই সুবাদে তিনি এখানকার ভোটার। ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন নবনির্বাচিত মেম্বার শম্পা।

বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে শম্পা খাতুন পপি বলেন, সবাই আমাকে যে এত ভালোবাসেন তা ভোটের পর বুঝেছি। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান শম্পা।

বাদশা নামের এক ভোটার জানান, শম্পা খাতুন দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। তার আচার-ব্যবহার খুব ভালো। যে কারণে সবাই তাকে ভোট দিয়েছেন।

ফুলহরি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, সংরক্ষিত ওই ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে শম্পা নির্বাচিত হয়েছেন।

এর আগে দেশে প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন ঝিনাইদহের নজরুল ইসলাম ঋতু। গত বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।

তিনি মোট ভোট পেয়েছেন নয় হাজার ৫৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পান ৪ হাজার ৫২৯ ভোট। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6094 0