ঝুলন্ত মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 28 May 2023 04:19:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ঝুলন্ত মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 শশুরবাড়ির পাশে যুবকের ঝুলন্ত রহস্যজনক মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=8072 https://mstvbd.com/?p=8072#respond Sun, 28 May 2023 04:19:34 +0000 https://mstvbd.com/?p=8072 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়ির পাশে একটি গাছ থেকে সাজ্জাতুল ইসলাম সাগর (২০) নামে এক যুবকের ওড়না প্যাঁচানো ঝুলন্ত রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গেল শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাররা গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত ওই যুবক ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরার জাটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যের বরাতে জানা যায়, শনিবার দুপুরে ওই যুবককে পুকুরপাড়ের একটি আকাশমণি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যুবকের প্যান্টের পকেটে পাওয়া মানিব্যাগের ভেতরে একটি ভোটার আইডি কার্ড দেখে নাম-ঠিকানা শনাক্ত করা হয়। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন জানান, ময়মনসিংহের যুবক শতশত কিলোমিটার দূর থেকে এখানে এসে কীভাবে এমনটা ঘটালো সেই রহস্য এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মরদেহ দেখে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে যুবকের মরদেহ সুরতহাল করতে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, নিহত যুবক ওই এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মোবাইল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সকালে স্বামী সাজ্জাতুল ইসলাম সাগর ঘর থেকে বেরিয়ে যান। তারপর এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8072 0