টাস্কফোর্স – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 06 Feb 2023 08:44:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png টাস্কফোর্স – MS TV https://mstvbd.com 32 32 কসবায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ আটক ২ https://mstvbd.com/?p=7850 https://mstvbd.com/?p=7850#respond Mon, 06 Feb 2023 08:44:13 +0000 https://mstvbd.com/?p=7850 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টাস্কফোর্সের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে কসবা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঞ্চনমুড়ি গ্ৰামের মিজানুর রহমানের বসতঘর থেকে এসব মাদক উদ্ধার ও তাদের আটক করে টাস্কফোর্স।

এসময় চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) সঙ্গিয় ফোর্স,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

আটককৃতরা হলেন, কালিকাপুর গ্রামের মৃত রইছ মিয়র ছেলে আমির মিয়া (৩৮),কাঞ্চনমুড়ি গ্ৰামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে মিজানুর রহমান।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7850 0