টেকনাফ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 29 Dec 2022 12:29:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png টেকনাফ – MS TV https://mstvbd.com 32 32 ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল রোহিঙ্গা ক্যাম্প https://mstvbd.com/?p=7702 https://mstvbd.com/?p=7702#respond Thu, 29 Dec 2022 12:29:00 +0000 https://mstvbd.com/?p=7702 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ওয়াশ সেন্টারের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চাকমারকুল ২১ নম্বর এফডিএম ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত ভলান্টিয়ারদের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল ইসলাম জানান, এনজিও সংস্থা ব্র্যাকের ওয়াশ সেন্টারে আগুন লাগলে ভলান্টিয়াররা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অতীতের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। আসবাবপত্রসহ ওয়াশ সেন্টারটি পুড়ে গেলেও আশপাশ বেঁচে গেছে।

ক্যাম্পের একটি সূত্র জানায়, ওয়াশ সেন্টারের কিচেন রুমের পাশে ডিজেলসহ অন্যান্য কিছু দাহ্য পদার্থ রাখা হতো। সেখান থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7702 0
টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=6902 https://mstvbd.com/?p=6902#respond Mon, 23 May 2022 08:57:30 +0000 https://mstvbd.com/?p=6902 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরে উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এসব মাদক জব্দ করা হয়।

জব্দ ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন টেকনাফের ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২৮ লাখ টাকা।

অধিনায়ক শেখ খালিদ আরও বলেন, অপরদিকে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6902 0
টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক https://mstvbd.com/?p=6026 https://mstvbd.com/?p=6026#respond Fri, 31 Dec 2021 07:09:03 +0000 https://mstvbd.com/?p=6026 কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)। তারা ওই ক্যাম্পের বাসিন্দা।

আলীখালী-১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাসি করে একটি অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। মামলা দিয়ে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6026 0