ট্রেন দুর্ঘটনা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 25 Dec 2023 12:10:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ট্রেন দুর্ঘটনা – MS TV https://mstvbd.com 32 32 বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ https://mstvbd.com/?p=8318 https://mstvbd.com/?p=8318#respond Mon, 25 Dec 2023 12:10:19 +0000 https://mstvbd.com/?p=8318 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

 

ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8318 0
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ https://mstvbd.com/?p=8251 https://mstvbd.com/?p=8251#respond Mon, 23 Oct 2023 15:31:08 +0000 https://mstvbd.com/?p=8251 ...বিস্তারিত পড়ুন]]> কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে এগারো সিন্ধুর ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি ইঞ্জিন। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিক ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনে নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে, বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

 

এদিকে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতায় এমনটা ঘটেছে।

 

অন্যদিকে দুর্ঘটনস্থলে অতিরিক্ত নিরাপত্তার জন্য তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8251 0
অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীবাহী ট্রেন https://mstvbd.com/?p=7476 https://mstvbd.com/?p=7476#respond Tue, 25 Oct 2022 08:55:29 +0000 https://mstvbd.com/?p=7476 ...বিস্তারিত পড়ুন]]> বগুড়ার আদমদীঘিতে রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে এক যুবক তাৎক্ষণিকভাবে সেখানে লাল কাপড় টাঙিয়ে দেয়। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেনটি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর এলাকায় পৌঁছলে লাল কাপড় দেখে থেমে যায়। এরপর সেখানে প্রায় ৩০ মিনিট মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ইসবপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই যুবক রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান।

তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ের পিডব্লিউআই বিভাগের লোকজন এসে প্রায় ৩০ মিনিট ধরে মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাস্থল আমাদের বাহিরে। বিষয়টি জানার পর হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।

রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে দেখেন লাইনের জোড়ার অংশের লোহা ফেটে গেছে। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7476 0