তরুণী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 28 Jan 2023 10:41:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png তরুণী – MS TV https://mstvbd.com 32 32 মৌলভীবাজারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা https://mstvbd.com/?p=7816 https://mstvbd.com/?p=7816#respond Sat, 28 Jan 2023 10:41:08 +0000 https://mstvbd.com/?p=7816 ...বিস্তারিত পড়ুন]]> মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটির ইঞ্জিনের বাম্পার তাকে টেনে অন্তত ৫০০ মিটার নিয়ে যায়।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, প্লাটফর্ম এলাকায় তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ইঞ্জিনের নিচের বাম্পার তাকে টেনে নিয়ে আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়। ঘটনা শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7816 0