ত্রাণ সামগ্রী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 27 Aug 2024 11:55:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ত্রাণ সামগ্রী – MS TV https://mstvbd.com 32 32 বন্যার্তদের পাশে এসো আলোর পথে মইনপুর প্রবাসী সংগঠন https://mstvbd.com/?p=8492 https://mstvbd.com/?p=8492#respond Tue, 27 Aug 2024 11:26:19 +0000 https://mstvbd.com/?p=8492 ...বিস্তারিত পড়ুন]]> দেশের বিভিন্ন সংগঠন ও সংস্থা ন্যায় এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেখা গেছে।

 

কসবা উপজেলার মইনপুর গ্রামের প্রবাসীদের নিয়ে সংগঠিত এই অরাজনৈতিক সংগঠনটি এর পূর্বেও সমাজের পিছিয়ে পড়া ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল, এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক সংগঠনটি।

 

গত সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে বন্যাকবলিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরী ঔষধ বিতরণ করেন এসো আলোর পথে মইনপুর প্রবাসী নামক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

 

এ সংগঠনটির এক পরিচালক নাম প্রকাশে অনিচ্ছুক জানান, একমাত্র মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। প্রচারের বিষয়ে তিনি জানান অন্যকে এসব মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করার লক্ষ্যে মূলত তাদের কিছু কিছু কর্মকাণ্ড প্রচার করে থাকেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8492 0