দাউদকান্দি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 28 May 2023 05:58:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png দাউদকান্দি – MS TV https://mstvbd.com 32 32 দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত https://mstvbd.com/?p=8078 https://mstvbd.com/?p=8078#respond Sun, 28 May 2023 05:58:17 +0000 https://mstvbd.com/?p=8078 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রোববার (২৮মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে শহীদনগর এলাকার এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকামুখী সড়কে পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের দাউদকান্দি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8078 0