নওগাঁ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 20 Aug 2022 10:40:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png নওগাঁ – MS TV https://mstvbd.com 32 32 নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও নবনির্মিত হলরুমের উদ্ধোধন https://mstvbd.com/?p=7218 https://mstvbd.com/?p=7218#respond Sat, 20 Aug 2022 10:40:38 +0000 https://mstvbd.com/?p=7218 নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমের উদ্ধোধন করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও ফিতা কেটে হলরুমের উদ্বোধন করেন।
 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুম, গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশল শাইদুল রহমান, বীর মুক্তিযুদ্ধা, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7218 0
মদ খেয়ে মাতাল অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য https://mstvbd.com/?p=6521 https://mstvbd.com/?p=6521#respond Sun, 27 Feb 2022 08:23:05 +0000 https://mstvbd.com/?p=6521 ...বিস্তারিত পড়ুন]]> নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিলিপ কুমার পোশাক পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ লে. কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ কুমার আমাদের হেফাজতে আছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6521 0
নওগাঁয় বেগুনের কেজি ৫ টাকা https://mstvbd.com/?p=5770 https://mstvbd.com/?p=5770#respond Mon, 13 Dec 2021 12:53:59 +0000 https://mstvbd.com/?p=5770 ...বিস্তারিত পড়ুন]]> আমদানি বেশি হওয়ায় নওগাঁয় কমেছে শীতকালীন সবজির দাম। দাম কম হওয়ায় ভোক্তারা সুবিধা পেলেও লোকসান গুনছেন চাষিরা। জেলায় পাইকারি প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে পাঁচ টাকায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে জেলায় দুই হাজার ৫৮০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫৪০ হেক্টর, রানীনগরে ৮০ হেক্টর, আত্রাইয়ে ৮০ হেক্টর, বদলগাছীতে ৮০ হেক্টর, মহাদেবপুরে ২৬০ হেক্টর, পত্নীতলায় ২৪৫ হেক্টর, ধামইরহাটে ৪৭৫ হেক্টর, সাপাহারে ২০ হেক্টর, পোরশায় ৮০ হেক্টর, মান্দায় ৫২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০০ হেক্টর। এর মধ্যে শিম ৫২০ হেক্টর, মুলা ১৩০ হেক্টর, বেগুন ২৮০ হেক্টর, ফুলকপি ৮৫ হেক্টর, বাঁধাকপি ৩০ হেক্টর, পালংশাক ১০৫ হেক্টর এবং লালশাক ৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে শুকুরচাঁনপুর, চকাতিতা, ধুপাইপুর, সোমবাড়ি, বর্ষাইল, মাগুরা ও মল্লিকপুর এবং কীত্তিপুর ইউনিয়নের বাঘাই, জাগেশ্বর ও কীত্তিপুর গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজিতে ভরপুর মাঠ। চলতি মৌসুমে প্রচুর সবজি উৎপাদন হয়েছে। বাজারেও আমদানি বেশি। প্রয়োজনের তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কমেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সোমবাড়ি হাটে প্রতিকেজি বেগুন পাইকারিতে ৫-৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ফুলকপি ১২-১৫ টাকা পিস ও শিম ১০-১১ টাকা কেজি বিক্রি হয়েছে।

সোমবাড়ি হাট থেকে নওগাঁ শহরের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। শহরের সিও অফিস বাজার ও খুচরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা কেজিতে। ফুলকপি প্রতি পিস ২০-২৫ টাকা এবং শিম ২০-৪০ টাকা, মুলা ২৫ টাকা ও আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্ষাইল ইউনিয়নের শুকুরচাঁনপুর গ্রামের কৃষক আব্দুর রহমান ও নুর মোহাম্মদ বলেন, প্রতি কেজি শিম ১০-১১ টাকায় পাইকারি বিক্রি করতে হচ্ছে। আর ফুলকপি বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি। প্রথম দিকে বাজারে অল্প পরিমাণ শিম ওঠায় ভালো দাম পাওয়া গেছে। কিন্তু এখন শিমের ফলন ব্যাপক হারে হওয়ায় দাম কমে গেছে। এতে করে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

জাগেশ্বর গ্রামের বেগুনচাষি সুধাংশু জাগো নিউজকে বলেন, ১০ কাঠা জমিতে বেগুনের আবাদ করেছি। প্রথম দিকে ১২০০ টাকা মণ বিক্রি হয়েছে। এরপর ৮০০ টাকা মণ। বর্তমানে ৫-৬ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে।

বর্ষাইল ইউনিয়নের সোমবাড়ি হাটের খুচরা ব্যবসায়ী আব্দুল মান্নান ও সোহেল রানা বলেন, প্রতিকেজি বেগুন ৫-৬ টাকা দরে কিনে ১০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। হাটে প্রচুর বেগুন আমদানি হওয়ায় দাম কমেছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5770 0