নাটোর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 10 Jan 2023 08:52:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png নাটোর – MS TV https://mstvbd.com 32 32 নাটোরে অজ্ঞাত যুবকের হাতকড়া পরা অবস্থায় মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=7745 https://mstvbd.com/?p=7745#respond Tue, 10 Jan 2023 08:52:50 +0000 https://mstvbd.com/?p=7745 ...বিস্তারিত পড়ুন]]> নাটোরে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার বলেন, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পড়া মরদেহটি মাঠের মাঝখানে উপুড় হয়ে পড়েছিল। তার দুহাত পেছনে হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।


বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে মরদেহ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7745 0
পিকআপের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত https://mstvbd.com/?p=7095 https://mstvbd.com/?p=7095#respond Mon, 04 Jul 2022 08:54:46 +0000 https://mstvbd.com/?p=7095 ...বিস্তারিত পড়ুন]]> নাটোরের সিংড়ায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম মুচি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আজিজ (৩৫) ও আব্দুল কুদ্দুস (৪২)। আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি এমএস টিভিকে, বগুড়াগামী পণ্যবোঝাই একটি পিকআপ চৌগ্রাম মুচি পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকচালক আব্দুল আজিজ মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7095 0