নাদিম – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 19 Jun 2023 08:46:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png নাদিম – MS TV https://mstvbd.com 32 32 অস্ত্র হাতে সাংবাদিক নাদিম হত্যার অন্যতম আসামি চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল https://mstvbd.com/?p=8141 https://mstvbd.com/?p=8141#respond Mon, 19 Jun 2023 08:46:43 +0000 https://mstvbd.com/?p=8141 ...বিস্তারিত পড়ুন]]> সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যানপুত্র ফাহিম ফয়সাল রিফাতের (২৩) পিস্তলসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যেরে সৃষ্টি হয়েছে।

 

ফাহিম ফয়সাল রিফাত উপজেলা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক। এ ঘটনার পর থেকে তিনি পলাতক।

 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত রিফাত ডান হাতে পিস্তল নিয়ে একটি মাঠে কারো সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। তার পেছনে ধান ক্ষেত।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা জানান, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এখনও তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার হলে এ অস্ত্রের রহস্য বেরিয়ে আসবে। যদি তার কাছে অস্ত্র পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গেল বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8141 0