নেতাকর্মীর ঢল – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 29 Oct 2022 10:03:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png নেতাকর্মীর ঢল – MS TV https://mstvbd.com 32 32 ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নেতাকর্মীদের ঢল https://mstvbd.com/?p=7515 https://mstvbd.com/?p=7515#respond Sat, 29 Oct 2022 10:03:02 +0000 https://mstvbd.com/?p=7515 ...বিস্তারিত পড়ুন]]> ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলা প্রাঙ্গণ দুপুর ২টার পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

সম্মেলন উপলক্ষে সকাল থেকে ঢাকার বিভিন্ন উপজেলা থেকে লাল-সবুজ টি-শার্ট ও ক্যাপ পরে ঢাকঢোল-তবলা বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে, শুক্রবারই (২৮ অক্টোবর) নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ।

এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সদস্য জিয়াউল কবির কাউসার, সানজিদা খানম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7515 0