নৌকা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 30 Dec 2021 13:42:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png নৌকা – MS TV https://mstvbd.com 32 32 সাতক্ষীরায় ১০ ইউনিয়নের ৭টিতে হারলো নৌকা https://mstvbd.com/?p=6014 https://mstvbd.com/?p=6014#respond Thu, 30 Dec 2021 13:42:30 +0000 https://mstvbd.com/?p=6014 ...বিস্তারিত পড়ুন]]> চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরায় ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী জয় লাভ করেছেন। বাকি ৭ ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ের মালা গলায় পরেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ বিষয়টি করেছেন।

শ্যামনগর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নে অসীম কুমার মৃধা (নৌকা), নুরনগর ইউনিয়নে বখতিয়ার আহমেদ (নৌকা), কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুরে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমজাদুল ইসলাম ও আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ।

এছাড়া জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6014 0
সিলেটে ২০ ইউনিয়নের ১৩টিতে নৌকার পরাজয় https://mstvbd.com/?p=6011 https://mstvbd.com/?p=6011#respond Thu, 30 Dec 2021 13:29:27 +0000 https://mstvbd.com/?p=6011 ...বিস্তারিত পড়ুন]]> চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেটের দুই উপজেলার ২০ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নৌকার, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৯টিতে স্বতন্ত্র ও একটিতে লাঙলের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষে সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ানীবাজারে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- আলীনগর ইউনিয়নে আহবাবুর রহমান খান শিশু (নৌকা), চারখাই ইউনিয়নে স্বতন্ত্র হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় জহুর উদ্দিন (নৌকা), দুবাগে জালাল উদ্দিন (নৌকা), কুড়ারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী তুতিউর রহমান তুতা, মাথিউরায় আমান উদ্দিন (নৌকা), তিলপাড়ায় স্বতন্ত্র মাহবুবুর রহমান (বিএনপি), মুড়িয়ায় স্বতন্ত্র ফরিদ আল মামুন (জামায়াত স্বতন্ত্র), মুল্লাপুরে স্বতন্ত্র আব্দুল মন্নান (বিএনপি), লাউতায় স্বতন্ত্র দেলওয়ার হোসেন।

গোলাপগঞ্জে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- বাঘা ইউনিয়নে আবদুস সামাদ (নৌকা), সদরে তজম্মুল আলী (নৌকা), ফুলবাড়ীতে আবদুল হানিফ খান (নৌকা), লক্ষ্মীপাশায় আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণে ঘোড়া প্রতীকে জামায়াত নেতা এম. আবদুর রহিম, উত্তর বাদেপাশায় আনারস প্রতীকে জামায়াত নেতা জাহিদ আহমদ, লক্ষণাবন্দে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি নেতা খলকুর রহমান, ভাদেশ্বরে ঘোড়া প্রতীকে বিএনপি নেতা শামীম আহমদ, আমুড়ায় সৈয়দ হাছিন আহমদ মিন্টু (নৌকা) ও শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এম. কবির উদ্দিন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6011 0