পটুয়াখালী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 16 Apr 2022 05:20:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png পটুয়াখালী – MS TV https://mstvbd.com 32 32 পটুয়াখালীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা https://mstvbd.com/?p=6756 https://mstvbd.com/?p=6756#respond Sat, 16 Apr 2022 05:20:52 +0000 https://mstvbd.com/?p=6756 ...বিস্তারিত পড়ুন]]> পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে। তার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান রয়েছে। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6756 0
কিশোরীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ায় দুই যুবক আটক https://mstvbd.com/?p=5773 https://mstvbd.com/?p=5773#respond Mon, 13 Dec 2021 13:04:07 +0000 https://mstvbd.com/?p=5773 ...বিস্তারিত পড়ুন]]> পটুয়াখালীর দুমকিতে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার দক্ষিণ মুরাদিয়ার আকন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- লতিফ আকনের ছেলে হাবিবুর রহমান (২২) ও আবদুল হক আকন এর ছেলে কামরুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে ওই কিশোরী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় দুই যুবকসহ চারজন মেয়েটিকে মুখ বেঁধে পাশের পুকুর পাড়ে নিয়ে নগ্ন করে মোবাইল ফোন দিয়ে ছবি তোলে। সাম্প্রতিক ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িয়ে দেয় তারা। কিশোরী তার অভিভাবকদের বিষয়টি জানালে রোববার দুমকি থানায় অভিযোগ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5773 0