প্রতারক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 23 Dec 2022 12:54:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png প্রতারক – MS TV https://mstvbd.com 32 32 পরিবারের সদস্যদের কাফনের কাপড় কেনার কথা বলে টাকা তুলতেন তিনি https://mstvbd.com/?p=7690 https://mstvbd.com/?p=7690#respond Fri, 23 Dec 2022 12:54:53 +0000 https://mstvbd.com/?p=7690 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে প্রতারণার অভিযোগে আবু সাইদ (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

javascript:false

গ্রেফতার জেলার ভালুকা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি সবসময় ধর্মীয় লেবাসে চলাফেরা করতো। শিক্ষক না হয়েও বিভিন্ন মাদরাসার নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে টাকা তুলতেন। রাস্তা, পার্কে কিংবা যানবাহনে চড়ে কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন লোকদের বলত বাবা-মা কিংবা ভাই-বোনের যে কেউ মারা গেছে। মরদেহ বাড়িতে আছে, সবার সহায়তা পেলে কাফনের কাপড় কিনে দাফন করবেন বলে মানুষের কাছ থেকে টাকা তুলতেন।

গ্রেফতার জেলার ভালুকা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি সবসময় ধর্মীয় লেবাসে চলাফেরা করতো। শিক্ষক না হয়েও বিভিন্ন মাদরাসার নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে টাকা তুলতেন। রাস্তা, পার্কে কিংবা যানবাহনে চড়ে কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন লোকদের বলত বাবা-মা কিংবা ভাই-বোনের যে কেউ মারা গেছে। মরদেহ বাড়িতে আছে, সবার সহায়তা পেলে কাফনের কাপড় কিনে দাফন করবেন বলে মানুষের কাছ থেকে টাকা তুলতেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দিনগত রাতে ভালুকা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় প্রতারণা মামলা করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আবু সাঈদ কোনো মাদরাসায় শিক্ষকতা না করেও নিজেকে শিক্ষক বলে পরিচয় দিয়ে উন্নয়ন কাজের নামে টাকা তুলতেন। আবু সাইদ প্রতারকচক্রের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। কোতোয়ালী মডেল থানায় মামলার পর শুক্রবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7690 0