প্রবাসীর স্ত্রী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 22 Feb 2023 05:24:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png প্রবাসীর স্ত্রী – MS TV https://mstvbd.com 32 32 আখাউড়ায় পরকীয়া প্রেমিকের প্রতারণায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা https://mstvbd.com/?p=7891 https://mstvbd.com/?p=7891#respond Wed, 22 Feb 2023 05:23:47 +0000 https://mstvbd.com/?p=7891 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়া প্রেমিকের প্রতারণায় এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়ার হোসেনের বাড়ি থেকে সালমা আক্তার লতা (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ,তিনি ইয়ার হোসেনের স্ত্রী ছিলেন।

স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়,স্বামী প্রবাসে থাকায় লতা কুমিল্লার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। অতিষ্ঠ হয়ে ওই নারী শনিবার সন্ধ্যায় বিষপান করে। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।এ

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7891 0