প্রেমিক প্রেমিকা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 04 Jul 2022 08:27:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png প্রেমিক প্রেমিকা – MS TV https://mstvbd.com 32 32 প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেলো কলেজছাত্রীর https://mstvbd.com/?p=7085 https://mstvbd.com/?p=7085#respond Mon, 04 Jul 2022 08:27:41 +0000 https://mstvbd.com/?p=7085 ...বিস্তারিত পড়ুন]]> শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা।

সোমবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোহাগী আক্তার কায়দা এলাকার শহীদুল ইসলামের মেয়ে। তিনি সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে আরিফুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, মোবাইলের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির রান্নাঘরে রাত যাপন করেন আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে বাধা দিলে সোহাগী আক্তারকেও ছুরিকাঘাত করেন তিনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহীদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আরিফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7085 0
সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন https://mstvbd.com/?p=6399 https://mstvbd.com/?p=6399#respond Fri, 11 Feb 2022 17:38:59 +0000 https://mstvbd.com/?p=6399 ...বিস্তারিত পড়ুন]]>

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন অন্তঃসত্ত্বা এক তরুণী। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার গুড়পিপুল গ্রামের গজেন্দ্রনাথ উড়াওয়ের ছেলে মিঠুন চন্দ্রের বাড়িতে অনশন করছেন।

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে তার সঙ্গে মিঠুনের প্রেমের সর্ম্পক রয়েছে। বিয়ের প্রলোভনে মিঠুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তবে মিঠুন এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছেন না। তাই বাধ্য হয়ে তিনি অনশন করছেন। মিঠুন তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুণী।

এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছেন মিঠুন। তবে মিঠুনের বাবা গজেন্দ্রনাথ বলেন, ওই মেয়ের অভিভাবক ও গ্রাম্যপ্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্যানেন্দ্রনাথ বসাক জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6399 0