ফরিদপুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 28 May 2023 04:19:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ফরিদপুর – MS TV https://mstvbd.com 32 32 শশুরবাড়ির পাশে যুবকের ঝুলন্ত রহস্যজনক মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=8072 https://mstvbd.com/?p=8072#respond Sun, 28 May 2023 04:19:34 +0000 https://mstvbd.com/?p=8072 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়ির পাশে একটি গাছ থেকে সাজ্জাতুল ইসলাম সাগর (২০) নামে এক যুবকের ওড়না প্যাঁচানো ঝুলন্ত রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গেল শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাররা গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত ওই যুবক ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরার জাটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যের বরাতে জানা যায়, শনিবার দুপুরে ওই যুবককে পুকুরপাড়ের একটি আকাশমণি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যুবকের প্যান্টের পকেটে পাওয়া মানিব্যাগের ভেতরে একটি ভোটার আইডি কার্ড দেখে নাম-ঠিকানা শনাক্ত করা হয়। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন জানান, ময়মনসিংহের যুবক শতশত কিলোমিটার দূর থেকে এখানে এসে কীভাবে এমনটা ঘটালো সেই রহস্য এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মরদেহ দেখে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে যুবকের মরদেহ সুরতহাল করতে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, নিহত যুবক ওই এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মোবাইল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সকালে স্বামী সাজ্জাতুল ইসলাম সাগর ঘর থেকে বেরিয়ে যান। তারপর এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8072 0
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৪ https://mstvbd.com/?p=7541 https://mstvbd.com/?p=7541#respond Sun, 06 Nov 2022 08:39:32 +0000 https://mstvbd.com/?p=7541 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার সময় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), জুনায়েদ শেখ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম এমএস টিভি বলেন, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7541 0
ফরিদপুরে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা https://mstvbd.com/?p=6947 https://mstvbd.com/?p=6947#respond Sun, 29 May 2022 07:43:04 +0000 https://mstvbd.com/?p=6947 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. বাবু মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(২৮ মে) দিনগত রাত ১০টার দিকে চর ছাগলদী সড়ক সংলগ্ন পরিত্যক্ত ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইটভাটার সামনে পৌঁছালে তাকে মারধরের পর কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবু মোল্লা মারা যান।

নিহতের ভাই ফিরোজ মোল্লা জানান, আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। তার হাত-পা ভেঙে ফেলা হয়। শরীরের বিভিন্ন জায়গায় পেরেক ঠুকে দেয়। আমি ভাই হত্যার বিচার চাই।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6947 0
জোড়া খুন: ফরিদপুরে ২১ জনকে আসামি করে মামলা https://mstvbd.com/?p=6724 https://mstvbd.com/?p=6724#respond Sat, 09 Apr 2022 15:27:47 +0000 https://mstvbd.com/?p=6724 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ২১ জনকে।

শনিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর মামলাটি করেন রুবেল মাতুব্বর। তিনি নিহত কামরুল মাতুব্বরের ভাই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলায় সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্বর নামে দুজন নিহত হন। আহত হন অপর আরোহী আমিনুদ্দীন।

নিহত সোলায়মান শরীফ জানদী গ্রামের মৃত মতিউর রহমান শরীফের ছেলে এবং কামরুল মাতুব্বর একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়। জোড়া খুনের খবর পেয়ে পরেরদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

এরপর এ ঘটনায় শনিবার দুপুরে মামলা দয়ের হয়। তবে বিকেল পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর জানদি গ্রামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6724 0
ফরিদপুরে সিজার করলেন আয়া-নার্স, নবজাতকের কপালে ৯ সেলাই https://mstvbd.com/?p=6145 https://mstvbd.com/?p=6145#respond Sat, 15 Jan 2022 08:52:21 +0000 https://mstvbd.com/?p=6145 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে গাইনি ডাক্তার ছাড়াই সিজার করতে গিয়ে নবজাতকের কপাল কেটে ফেলেছেন আয়া ও নার্স। কপালে ৯টি সেলাই নিয়ে শিশুটি এখন গুরুতর অসুস্থ।

এই ঘটনায় ক্লিনিকের মালিক মো. জাকারিয়া মোল্লা পলাশ ও আয়া চায়না বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের আল-মদিনা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী রূপা বেগম রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচর ইউনিয়নের মৈজদ্দিন মন্ডলপাড়া গ্রামের শফিক খানের স্ত্রী।

এ বিষয়ে ভুক্তভোগীর ভাই মো. আমির ফয়সাল বলেন, শনিবার সকাল ৮টার দিকে প্রসব যন্ত্রণা নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে আল-মদিনা প্রাইভেট হাসপাতালে তার বোনকে ভর্তি করা হয়। কিন্তু গাইনি ডাক্তার আসার আগেই তার বোন রুপা বেগমকে আয়া ও নার্স মিলে সিজার করে। বাচ্চা বের করে আনার পর দেখা যায় তার কপালে ৯টি সেলাই ও বাচ্চাটি গুরুতর অসুস্থ।
তিনি বলেন, বিষয়টি তারা লুকানোর চেষ্টা করলেও প্রশাসনকে জানাই। পুলিশ এসে হাসপাতালের মালিক ও আয়াকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ ব্যাপারে শিশুটির ফুফা আসলাম খান বলেন, গরিব ও অসহায় মানুষের চিকিৎসার নামে এ ধরনের হয়রানি বন্ধ এবং অপরাধীদের শাস্তি চাই। রোগীদের চিকিৎসার নামে এ বেসরকারি হাসপাতালটি ডাক্তার, নার্স, আয়াসহ নানা অনিয়ম নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালটি পরিদর্শন করি। গাইনি ডাক্তার ছাড়াই গর্ভবতী মাকে সিজার করা ও বাচ্চাটির কপাল কেটে ফেলার অভিযোগে হাসপাতালের মালিক পলাশ ও কর্মরত আয়া চায়নাকে পুলিশ গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, হাসপাতালটির বিভিন্ন অনিয়মসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6145 0
ফরিদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দাদি-নাতনি নিহত https://mstvbd.com/?p=5834 https://mstvbd.com/?p=5834#respond Thu, 16 Dec 2021 09:25:12 +0000 https://mstvbd.com/?p=5834 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের নগরকান্দায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দাদি-নাতনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ যাত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর নিয়ে জানা যায়, সালথা থেকে অটোরিকশায় ৬ যাত্রী ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরকান্দা মানিকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দাদি ও নাতনির মৃত্যু হয়।

নিহতরা হলেন, সালথা উপজেলার কুমারপট্টি গ্রামের রব্বান শেখের স্ত্রী নবীরুন নেসা (৫৬) ও রফিক শেখের মেয়ে ময়না আক্তার (১৭)।

নগরকান্দা তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে মানিকনগর এলাকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। তাদের গ্রামের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ নগরকান্দা ফায়ার সার্ভিস আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সম্পর্কে দাদি-নাতনি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5834 0
ফরিদপুরে প্রশাসনের অনুমতি ছাড়া মাহফিল, বাধা দেওয়ায় থানায় হামলা https://mstvbd.com/?p=5792 https://mstvbd.com/?p=5792#respond Mon, 13 Dec 2021 15:42:54 +0000 https://mstvbd.com/?p=5792 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরে প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত ওয়াজ মাহফিল বন্ধের নির্দেশনা দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে থানায় হামলা ও যানবাহন ভাঙচুর করা হয়েছে। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধও করা হয়। এতে কয়েক ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) রাতে জেলা সদর উপজেলার কানাইপুরের করিমপুর হাইওয়ে থানায় এ হামলা চালানো হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় একটি জুট মিল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় মারকাজুত তাকওয়া ইসলামি মাদরাসা ও সরদারবাড়ি জামে মসজিদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের।

সন্ধ্যা থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। রাত ৯টার দিকে মাহফিলের মাইকে আবু ত্বহা বক্তব্য দেবেন না বলে ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের আপত্তির কারণ দেখিয়ে তখন ওয়াজ মাহফিলও বন্ধ করা হয়। এতে মাহফিলে উপস্থিত শ্রোতাদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। আরেকটি অংশ ঘটনাস্থল থেকে খানিকটা দূরে অবস্থিত থানায় হামলা চালায়। তারা সেখানে পুলিশের দুটি গাড়ি, একটি অ্যাম্বুলেন্স ও থানা ভবনের জানালা ভাঙচুর করে। পরে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ এসে শটগানের গুলি ছুড়ে রাত প্রায় ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য সামান্য আহত হন।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকা রকিব আল হাসান সরদার বলেন, রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ফোন দিয়ে আবু ত্বহাকে মঞ্চে ওঠাতে এবং বক্তব্য দিতে নিষেধ করে। এ ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তার দাবি, হামলা ও ভাঙচুরের সঙ্গে আয়োজকদের কেউ জড়িত নয়।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, মাহফিল আয়োজকরা আমার কাছে প্রথমে এসেছিলেন। আমি তাদের প্রশাসনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে অনুমতি নেওয়ার পরামর্শ দেই। কিন্তু তারা সেটা না করে প্রশাসনের বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করেন। প্রশাসন অনুমতিবিহীন ওয়াজ মাহফিলের বিষয়টি জানতে চায় এবং বন্ধ করতে বলে। এরপর থানা ও যানবাহনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি এ ঘটনা তদন্তপূর্বক সঠিক বিচার ও শাস্তি দাবি করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, থানায় হামলা, যানবাহন ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, ওয়াজ মাহফিলের জন্য উপজেলা থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ত্বহাকে আনাসহ ওয়াজ মাহফিলের বিষয়ে প্রশাসন কিছুই জানতো না। এমন পরিস্থিতিতে ওখানে কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসনের কী বলার ছিল? এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5792 0