ফেনসিডিল – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 28 May 2022 09:35:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ফেনসিডিল – MS TV https://mstvbd.com 32 32 রাজধানীতে যাত্রী সেজে প্রাইভেটকারে ফেনসিডিল বিক্রি, র‌্যাবের হতে ধরা https://mstvbd.com/?p=6931 https://mstvbd.com/?p=6931#respond Sat, 28 May 2022 09:35:07 +0000 https://mstvbd.com/?p=6931 ...বিস্তারিত পড়ুন]]> রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কাবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৮ মে) র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- মো. জুয়েল ও মো. সাখাওয়াত হোসেন।

রানী দাস বলেন, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারি চক্রের সদস্যরা একটি প্রাইভেটকারযোগে যাত্রী সেজে কুমিল্লা থেকে ফেনসিডিলের একটি চালান রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে। পরে শুক্রবার (২৭ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায় ও তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে অভিনব কায়দায় লুকানো ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে যাত্রী সেজে কুমিল্লা থেকে ফেনসিডিল কিনে এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6931 0