বনদস্যু – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 12 Feb 2022 02:03:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বনদস্যু – MS TV https://mstvbd.com 32 32 হবিগঞ্জে পুষ্পা স্টাইলে চুরি অতঃপর র‌্যাব জালে ১০ লাখ টাকার গাছসহ আটক https://mstvbd.com/?p=6407 https://mstvbd.com/?p=6407#respond Sat, 12 Feb 2022 02:03:56 +0000 https://mstvbd.com/?p=6407 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জের চুনারুঘাটে ১০ লাখ টাকার চোরাই কাঠসহ আব্দুর রউফ নামে এক বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রেমা কালেঙ্গা বনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাছ, দেশীয় অস্ত্র ও গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই উপজেলার রেমা কালেঙ্গা বনে অভিযান চালায় র‌্যাব। এসময় বনের ভেতর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কাটা অবস্থায় বিপুল পরিমাণ মূল্যবান গাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারদাম ১০ লাখ টাকা। এছাড়া একটি করাত, একটি রামদা, একটি দা এবং দুটি বল্লম উদ্ধার করা হয়। অভিযানে তিনিসহ এএসপি আব্দুল্লাহ আল নোমান নেতৃত্ব দেন।

র‌্যাব জানান, গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেমা কালেঙ্গা রেঞ্জে গাছ কাটার কথা স্বীকার করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় তিনি বনে গাছ কাটতে আসেন। এ চক্রের সব সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আব্দুর রউফ ও তার টিমের সদস্যরা রেমা-কালেঙ্গা রেঞ্জের গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6407 0