বরুড়া – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 10 Jun 2022 03:21:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বরুড়া – MS TV https://mstvbd.com 32 32 কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু https://mstvbd.com/?p=6990 https://mstvbd.com/?p=6990#respond Fri, 10 Jun 2022 03:21:00 +0000 https://mstvbd.com/?p=6990 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গেল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্জুনতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো বরুড়া পৌর এলাকার অর্জুনতলা গ্ৰামের জগৎবন্ধুর ছেলে গোপাল চন্দ্র (১২) এবং সূর্যলাল পালের ছেলে শিপ্ত পাল (৯)।

স্থানীরা জানান, গোপাল চন্দ্র ও শিপ্ত পাল দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম সোহেল জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6990 0