বর্ডার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 07 Feb 2024 08:36:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বর্ডার – MS TV https://mstvbd.com 32 32 মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৬৩ জন https://mstvbd.com/?p=8400 https://mstvbd.com/?p=8400#respond Wed, 07 Feb 2024 08:36:18 +0000 https://mstvbd.com/?p=8400 ...বিস্তারিত পড়ুন]]> মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন আরও ৬৩ জন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য, সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জনে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্যান্য ৩২৭ সদস্যকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। নতুন করে আরও এসেছে ৬৩ জন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশের স্বার্থে সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বিজিবি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8400 0