বলাৎকার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 04 Jul 2022 08:48:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বলাৎকার – MS TV https://mstvbd.com 32 32 ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার https://mstvbd.com/?p=7091 https://mstvbd.com/?p=7091#respond Mon, 04 Jul 2022 08:48:05 +0000 https://mstvbd.com/?p=7091 ...বিস্তারিত পড়ুন]]> রংপুরের কাউনিয়ায় দুই আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আমির হামজা (৪০) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাতে উপজেলার মীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমির হামজা উপজেলার সোনাতন গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে। তিনি ওই গ্রামের উম্মে হানি মডেল মাদরাসার আবাসিক শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমির হামজা দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের বলাৎকার করে আসছিলেন। ঘটনার দিন ২১ জুন রাত ২টার দিকে ওই মাদরাসার দুই আবাসিক ছাত্র ঘুমিয়ে থাকা অবস্থায় বলাৎকার করেন আমির হামজা। পরে ভোরের দিকে দুই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানান।

এ অভিযোগে ভুক্তভোগী এক ছাত্রের বড় ভাই আমির হামজাকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল আলম পলাশ এমএস টিভিকে বলেন, রোববার রাত সোয়া ৮টার দিকে অভিযুক্তকে মীরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7091 0
ফেনীতে ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার, কনস্টেবল গ্রেফতার https://mstvbd.com/?p=6746 https://mstvbd.com/?p=6746#respond Fri, 15 Apr 2022 05:40:16 +0000 https://mstvbd.com/?p=6746 ...বিস্তারিত পড়ুন]]> ফেনীতে মামলার ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে ইউনুস নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবৈধ মালামাল বহনের অভিযোগে ওই কিশোরকে তুলে নিয়ে পাশের একটি আবাসিক হোটেলে বলাৎকার করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি চালক ইউনুস। বলাৎকারের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরকে বেশ কয়েকবার বলাৎকার করেন তিনি। এক পর্যায়ে কনস্টেবল ইউনুসের মোবাইল চুরি করে নিয়ে এসে ওই ভিডিও ডিলিট করে বিক্রি করে দেয় নির্যাতিত কিশোর। পরে পুলিশ মোবাইল ক্রেতা শনাক্ত করলে তিনি ওই কিশোরের বাড়িতে যান। এতে বিষয়টি জানাজানি হয়। পরে ওই কিশোর তার মাকে বিষয়টি খুলে বললে তিনি থানায় মামলা করেন। পরে পুলিশ ইউনুসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে বৃহস্পতিবার রাতে বরখাস্ত করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6746 0
ঘুম থেকে তুলে নিয়ে ছাত্রকে বলাৎকার করলেন মাদ্রাসা শিক্ষক https://mstvbd.com/?p=6688 https://mstvbd.com/?p=6688#respond Mon, 04 Apr 2022 07:46:15 +0000 https://mstvbd.com/?p=6688 ...বিস্তারিত পড়ুন]]> সাভারে আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক মাওলানা আলামিন হাসান সাইমের (২৭) বিরুদ্ধে।

রোববার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বজন।

এর আগে ১ এপ্রিল (শুক্রবার) রাত আড়াইটার দিকেসাভারের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু আবাসিকে থেকে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশুনা করে আসছিলেন মাওলানা আলামিন হাসান। শুক্রবার রাত আড়াইটার দিকে আবাসিকের দ্বিতীয় তলায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরদিন বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে ওই শিশু। পরে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৈকত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6688 0