বহিষ্কার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 27 Oct 2022 00:07:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বহিষ্কার – MS TV https://mstvbd.com 32 32 ফেনসিডিলসহ আটকের পর শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার https://mstvbd.com/?p=7494 https://mstvbd.com/?p=7494#respond Thu, 27 Oct 2022 00:07:28 +0000 https://mstvbd.com/?p=7494 ...বিস্তারিত পড়ুন]]> ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরার পর মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের প্রিন্সকে (২২) বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থি ও নৈতিক স্খলনজনিত কার্যকলাপে জড়িত থাকায় ফাহিম আহমেদ প্রিন্সকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর পূর্বে গেল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর কেরানীগঞ্জের জনৈক হাজি কালুর বাড়ির ভাড়া বাসা থেকে ফেনসিডিল ও তিন সহযোগীসহ ফাহিমকে আটক করে র‌্যাব-১০। অপর তিনজন হলেন হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও শরীফ হোসেন।

তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ নগদ ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7494 0
লেবার পার্টি থেকে বহিষ্কার ব্রিটিশ এমপি রূপা হক https://mstvbd.com/?p=7415 https://mstvbd.com/?p=7415#respond Wed, 28 Sep 2022 02:33:23 +0000 https://mstvbd.com/?p=7415 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রূপা হককে তার দল লেবার পার্টি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে , সোমবার (২৭ সেপ্টেম্বর) লিভারপুলে লেবার পার্টির কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্ট চলাকালে দেশটির অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়কে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সে মন্তব্য নিয়ে কড়া সমালোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় লেবার পার্টি।  

রূপা হকের এমন মন্তব্যের পরে তাকে দলীয় হুইপ পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে। লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় তাকে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে।   

লেবার পার্টির অন্য নেতারাও এমন মন্তব্যের জন্য রূপা হককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রূপা ওই কনফারেন্সে বলেন, কোয়াসিকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি একজন কৃষ্ণাঙ্গ। কারণ তিনি ভালো ও দামি স্কুলে পড়ালেখা করেছে। দেশের সব অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আপনি যদি বিবিসির ‘টুডে’ প্রোগ্রামে তার কথা শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে তিনি কালো।

বিবিসি পরবর্তীতে জানায়, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রূপা।

টোরি পার্টির চেয়ার জেক বেরি তার এ মন্তব্যকে বর্ণবাদী ও ঘৃণ্য বলে অভিহিত করেছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, এ মন্তব্য অগ্রহণযোগ্য।

বিবিসির পলিটিক্স লাইভ প্রোগ্রামে কথা বলার সময় রেনার বলেন, পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড ল্যামিও মন্তব্যটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। মিসেস হকের ক্ষমা চাওয়া উচিত। আমি নিজেও এমন মন্তব্য করতাম না।

বিবিসির পলিটিক্স লাইভ প্রোগ্রামে কথা বলার সময় রেনার বলেন, পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড ল্যামিও মন্তব্যটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। মিসেস হকের ক্ষমা চাওয়া উচিত। আমি নিজেও এমন মন্তব্য করতাম না।

লিভারপুলে লেবার পার্টির কনফারেন্সে দলের নেতা কিয়ার স্টারমারের বক্তব্য শুরুর কিছু সময় আগে রূপার ওই মন্তব্যের অডিও ক্লিপ প্রকাশ করে গুইডো ফকস ওয়েবসাইট।

তার ওই মন্তব্যের অডিও প্রকাশ হলে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। টোরিরা দাবি তোলেন, ওই মন্তব্যের জন্য লেবার এমপিকে ক্ষমা চাইতে হবে। এমনকি রূপার নিজের দলের নেতারাও তার মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেন।

বহিষ্কারের খবর পাওয়ার পর রূপা হক এক টুইটে লেখেন, আমি কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে যোগাযোগ করেছি ও আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছি।

‘আমার মন্তব্য সুবিবেচনাপ্রসূত ছিল না। ওই মন্তব্যে যারা আঘাত পেয়েছেন, আমি মন থেকে তাদের কাছে ক্ষমা চাইছি।

এ মাসের শুরুতে ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া কোয়াসি কোয়ার্টেং পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেছেন। তার পূর্বপুরুষরা এসেছিলেন আফ্রিকার দেশ ঘানা থেকে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7415 0