বাংলাদেশ ক্রিকেট – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 09 Mar 2023 14:04:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বাংলাদেশ ক্রিকেট – MS TV https://mstvbd.com 32 32 সমালোচনার পাশ কাটিয়ে ইতিহাসগড়া জয়ের নায়ক শান্ত https://mstvbd.com/?p=7964 https://mstvbd.com/?p=7964#respond Thu, 09 Mar 2023 14:04:52 +0000 https://mstvbd.com/?p=7964 ...বিস্তারিত পড়ুন]]> সমালোচনার পাশ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একের পর এক ম্যাচে নিজেকে মেলে ধরছেন সবার কাছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো চমৎকার দুর্দান্ত।

বৃহ্স্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামে ওয়ান ডাউনে নেমে ঝোড়ো এক ফিফটি হাঁকিয়েছেন শান্ত। ইংলিশ পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত। যে জুটিতে ভর করেই সহজে ১৫৭ রান তাড়া করতে পেরেছে বাংলাদেশ।

শুধু ফিফটির ইনিংস খেলা নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারানের ক্যাচ।

ফলে বাংলাদেশের ইতিহাসগড়া জয়ের নায়কও শান্ত। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। শান্তও পেলেন ম্যাচসেরার পুরস্কার। তার ক্যারিয়ারে মনে রাখার জন্য এর চেয়ে বড় উপলক্ষ্য আর কী হতে পারতো!

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7964 0
বৃষ্টিতে আবারও বাংলাদেশ পাকিস্তানের খেলা বন্ধ https://mstvbd.com/?p=5653 https://mstvbd.com/?p=5653#respond Sun, 05 Dec 2021 07:58:34 +0000 https://mstvbd.com/?p=5653 ...বিস্তারিত পড়ুন]]> ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমছেই না। বরং কেবল বাড়ছেই। যার ফলে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর পরও থামিয়ে দিতে বাধ্য হলেন আম্পায়াররা।

লাঞ্চ বিরতির পর ১২টা ৫০ মিনিটে মাঠে গড়ায় বল। ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর আবারও বৃষ্টি নামে এবং আবারও বন্ধ হয়ে যায় খেলা। বন্ধ হওয়ার সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেট হারিয়ে ১৮৮। ৭১ রান নিয়ে বাবর আজম এবং ৫২ রান নিয়ে ব্যাট করছিলেন আজহার আলি।

লাঞ্চের পর খেলা শুরু হলে, দিনের প্রথম বল করতে এগিয়ে আসেন পেসার খালেদ আহমেদ। মোকাবেলা করেন বাবর আজম। অবশ্য দিনের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন পাকিস্তান অধিনায়ক। 

এর আগে মিরপুরে সকাল থেকে চলছিল মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। একবার বৃষ্টি নামে তো আরেকবার রোদ এরপর আবারও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। খানিক পরই নামছে বৃষ্টি। এমন লুকোচুরি খেলার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা লাঞ্চের আগে মাঠেই গড়ানো হয়নি না।

সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ বেলা ১১টা ২০ মিনিটে খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। কিন্তু আবারও বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর শুরুই করা যায়নি।

শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মিলে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করে দেন। অর্থ্যাৎ, কোনো বল না গড়িয়েই প্রথম সেশন শেষ হয়ে গেলো দ্বিতীয় দিনের। লাঞ্চ বিরতির পর বৃষ্টি থেমে যাওয়া এবং মাঠ উপযোগি থাকায় ১২টা ৫০ মিনিটে খেলা শুরু করা হয়।

তার আগেও একবার খেলা শুরুর সম্ভাবনা তৈরি হয়। কথা ছিল ১১টা ২০মিনিটে শুরু হবে খেলা। সব কভার তুলে ফেলা হয়েছিল; কিন্তু আবার বৃষ্টি। এখন খেলা শুরু হবে একবারে লাঞ্চের পর। সেখানেও বিপত্তি। আবার নামে বৃষ্টি।

মাঝে অল্প কিছুক্ষণ কভার তুলে রাখা হয়েছিল। শুধু চট বিছানো ছিল পিচের ওপরে। এখন আবার সকালের মত শেরে বাংলার সব কটা পিচ এবং গজের পুরোটা কভারে ঢাকা।

মাঝে দু’দলের খেলোয়াড়রা, বিশেষ করে বাংলাদেশের ফিল্ডাররা সাদা পোশাকে প্রায় মাঠে নামার প্রস্ততি নিয়ে ফেলেছিলেন। কিন্তু বৃষ্টি নামায় আবার সবাই সাজঘরে ফিরে যান।

হোক টিপ টিপ, তারপরও বৃষ্টির বৈরি আচরণ অব্যাহত। একটানা ভারী বর্ষণ নয়, তবে কিছুক্ষন হয়ে অল্প কয়েক মিনিট বিরতি দিয়ে বৃষ্টি চলে আসছে। দিনের বাকি সময়ও যদি এভাবে চলতে থাকে, তাহলে আজ আদৌ খেলা হবে কিনা, সন্দেহ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5653 0