বায়েক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 18 Dec 2021 15:40:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বায়েক – MS TV https://mstvbd.com 32 32 কসবার ৭টি ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি https://mstvbd.com/?p=5887 https://mstvbd.com/?p=5887#respond Sat, 18 Dec 2021 15:40:34 +0000 https://mstvbd.com/?p=5887 ...বিস্তারিত পড়ুন]]> ষষ্ঠ ধাপের কসবার ৭টি ইউপি সহ সারাদেশে ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বাকি তিনটি ইউপি যেমন, মূলগ্রাম, খাড়েরা ও কুটি ইউপি নির্বাচন পরবর্তীতে পর্যাক্রমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে উপজেলার যে ৭টি ইউপি নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেগুলো হলো মেহারী,বাদৈর, বিনাউটি, গোপীনাথপুর, কাইমপুর,বায়েক ও কসবা পশ্চিম।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি। 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5887 0