বিএসএফ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 26 Mar 2024 10:12:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বিএসএফ – MS TV https://mstvbd.com 32 32 স্বাধীনতা দিবসেও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত https://mstvbd.com/?p=8407 https://mstvbd.com/?p=8407#respond Tue, 26 Mar 2024 10:12:00 +0000 https://mstvbd.com/?p=8407 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশের স্বাধীনতার দিবস ২৬ শে মার্চের দিনটিতেও নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মার্চ) রাতে আল আমিনসহ কয়েকজন নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় প্রবেশ করেন। মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের আওতাধীন আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মিলমারি এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

 

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8407 0
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক https://mstvbd.com/?p=8277 https://mstvbd.com/?p=8277#respond Wed, 15 Nov 2023 13:00:30 +0000 https://mstvbd.com/?p=8277 ...বিস্তারিত পড়ুন]]> কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে মো. আশরাফুল আলম (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল আলম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে। তিনি সুপারি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন পূর্ব ভোট সীমান্ত দিয়ে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। পরে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছোররা গুলির আঘাতে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের ছোড়াগুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবির লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, সীমান্তে রাবার বুলেটে একজন আহত হয়েছেন বিষয়টি শুনেছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8277 0
বিএসএফের বাধায় বন্ধ থাকা দুটি রেলওয়ে স্টেশন ও একটি সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হবেঃ ডিজি https://mstvbd.com/?p=7910 https://mstvbd.com/?p=7910#respond Wed, 01 Mar 2023 17:51:15 +0000 https://mstvbd.com/?p=7910 ...বিস্তারিত পড়ুন]]> অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের সীমান্ত গ্যাসা নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ পুনরায় খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বুধবার (১ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় ডিজি বলেন, আসলে এটি আমাদের একটা জাতীয় প্রোজেক্ট, অনেকদিন হয়েছে এ কাজটা শুরু হয়েছে,মাঝখানে কিছু অংশ সীমান্তের দেড়শ গজের মধ্যে পড়ে যাওয়ায় এটার মধ্যে বিএসএফ থেকে একটা অবজেকশন আসছিল ,সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি,বিশেষ করে আমি নতুন করে বিজিবি’র মহাপরিচালক হয়ে আসার পরে,এগুলো জানার পর চেষ্টা করছি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই জাতীয় প্রজেক্টটিকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় ।

তিনি আরো বলেন, এছাড়াও আমাদের মন্ত্রণালয় ও আরো উপরস্থ পর্যায়েও আমরা যোগাযোগ করেছি, আমি মনে করি অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা সমাধান হবে।

এর পূর্বে ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ গজের ভেতরে দাবি করে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, কোনো একটা জীবন মেরে ফেলুক, এটা কারোরই কাঙ্ক্ষিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সে আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আনতে পারি।

মাদক চোরাচালান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক কারবারী ও চোরাচালান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিরো টলারেন্স। আমাদের নিকটও এ বিষয়ে কোনো ছাড় নেই। আমরা চাইনা আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাক। যে কোনো মুল্যে মাদক ব্যবসাকে রুখতে হবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

এর পূর্বে তিনি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে সরাইল রিজিউনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.শহিদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম মোঃ সামসুদ্দিন রানা, ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশিক হাসান উল্লাহ ও রেলওয়ে প্রকল্প পরিচালক মো.সুবক্তগিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7910 0
দিনাজপুরে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত দিচ্ছেন https://mstvbd.com/?p=7298 https://mstvbd.com/?p=7298#respond Mon, 12 Sep 2022 07:29:50 +0000 https://mstvbd.com/?p=7298 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলামের মরদেহ বিকেলে ফেরত দেওয়া হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানান আস্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (মেম্বার) মাজেদুর রহমান।

তিনি বলেন, সকাল ১০টায় দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। জনপ্রতিনিধি হিসেবে সে বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে সিদ্ধান্ত হয় বিকেল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি কেউ।

গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম মিনাজ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7298 0
মদ খেয়ে মাতাল অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য https://mstvbd.com/?p=6521 https://mstvbd.com/?p=6521#respond Sun, 27 Feb 2022 08:23:05 +0000 https://mstvbd.com/?p=6521 ...বিস্তারিত পড়ুন]]> নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিলিপ কুমার পোশাক পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ লে. কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ কুমার আমাদের হেফাজতে আছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6521 0