বিজিবি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 07 Feb 2024 08:36:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বিজিবি – MS TV https://mstvbd.com 32 32 মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৬৩ জন https://mstvbd.com/?p=8400 https://mstvbd.com/?p=8400#respond Wed, 07 Feb 2024 08:36:18 +0000 https://mstvbd.com/?p=8400 ...বিস্তারিত পড়ুন]]> মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন আরও ৬৩ জন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য, সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জনে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্যান্য ৩২৭ সদস্যকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। নতুন করে আরও এসেছে ৬৩ জন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশের স্বার্থে সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বিজিবি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8400 0
২৮২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=8084 https://mstvbd.com/?p=8084#respond Fri, 02 Jun 2023 08:17:57 +0000 https://mstvbd.com/?p=8084 ...বিস্তারিত পড়ুন]]> চলতি বছরের গেল মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য ও অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থান থেকে এসব জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এসব চোরাচালানে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমএস টিভিকে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শুক্রবার (২ জুন) দুপুরে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম সোনা, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৭৬৬টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৪৮১টি শাড়ি, এক হাজার ২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/ কম্বল, ৩ হাজার ৯১১টি তৈরি পোশাক।

এছাড়াও এক হাজার ৯২৪ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৬ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা, ২ হাজার ৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, এক লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি পিস্তল, ৮টি ম্যাগজিন, ৭টি গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, এক লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল/ কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং এক লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট।

 

মো. শরীফুল ইসলাম আরো বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ বাংলাদেশি, ৪ ভারতীয় এবং ২৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8084 0
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক https://mstvbd.com/?p=7986 https://mstvbd.com/?p=7986#respond Thu, 16 Mar 2023 13:21:42 +0000 https://mstvbd.com/?p=7986 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকা থেকে বিজিবির পৃথক পৃথক অভিযানে ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে শশীদল বিজিবি ক্যাম্পের জোয়ানরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও শশীদল গ্রাম থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জানা যায়, সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির জোয়ানরা পৃথক পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৩৩ হাজার ৬০০ পিস কোবরা ভাজি ও ১৫ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করেন। যার আনুমানিক সর্বমোট মূল্য ৫২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ (পিএসসি) এমএস টিভিকে জানান, সীমান্তে যেকোনো চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7986 0
বিএসএফের বাধায় বন্ধ থাকা দুটি রেলওয়ে স্টেশন ও একটি সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হবেঃ ডিজি https://mstvbd.com/?p=7910 https://mstvbd.com/?p=7910#respond Wed, 01 Mar 2023 17:51:15 +0000 https://mstvbd.com/?p=7910 ...বিস্তারিত পড়ুন]]> অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের সীমান্ত গ্যাসা নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ পুনরায় খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বুধবার (১ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় ডিজি বলেন, আসলে এটি আমাদের একটা জাতীয় প্রোজেক্ট, অনেকদিন হয়েছে এ কাজটা শুরু হয়েছে,মাঝখানে কিছু অংশ সীমান্তের দেড়শ গজের মধ্যে পড়ে যাওয়ায় এটার মধ্যে বিএসএফ থেকে একটা অবজেকশন আসছিল ,সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি,বিশেষ করে আমি নতুন করে বিজিবি’র মহাপরিচালক হয়ে আসার পরে,এগুলো জানার পর চেষ্টা করছি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই জাতীয় প্রজেক্টটিকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় ।

তিনি আরো বলেন, এছাড়াও আমাদের মন্ত্রণালয় ও আরো উপরস্থ পর্যায়েও আমরা যোগাযোগ করেছি, আমি মনে করি অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা সমাধান হবে।

এর পূর্বে ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ গজের ভেতরে দাবি করে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, কোনো একটা জীবন মেরে ফেলুক, এটা কারোরই কাঙ্ক্ষিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সে আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আনতে পারি।

মাদক চোরাচালান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক কারবারী ও চোরাচালান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিরো টলারেন্স। আমাদের নিকটও এ বিষয়ে কোনো ছাড় নেই। আমরা চাইনা আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাক। যে কোনো মুল্যে মাদক ব্যবসাকে রুখতে হবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

এর পূর্বে তিনি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে সরাইল রিজিউনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.শহিদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম মোঃ সামসুদ্দিন রানা, ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশিক হাসান উল্লাহ ও রেলওয়ে প্রকল্প পরিচালক মো.সুবক্তগিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7910 0
কসবায় সীমান্তবর্তী শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ https://mstvbd.com/?p=7765 https://mstvbd.com/?p=7765#respond Thu, 26 Jan 2023 12:57:20 +0000 https://mstvbd.com/?p=7765 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর বিজিবি ক্যাম্প জোনের আওতাধীন সীমান্তবর্তী এলাকার শীতার্থ প্রতিবন্ধী গরিব ও দুস্থদের মাঝে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে শীতশীতবস্ত্র বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার কায়েমপ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় ২’শ জনেও বেশি মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সুলতানপুর ব্যাটেলিয়ান অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ (পিএসসি), উপ অধিনায়ক মেজর মোঃ এহসানুল হুদা,কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, মঈনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7765 0
বিজিবি অভিযানে দেড় হাজার কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ https://mstvbd.com/?p=7742 https://mstvbd.com/?p=7742#respond Tue, 10 Jan 2023 08:35:26 +0000 https://mstvbd.com/?p=7742 ...বিস্তারিত পড়ুন]]> গেল ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এ সময় তিনি জানান, ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি ৬৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ লাখ ১৬ হাজার ১৫৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮২ হাজার ৯৩২ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬৪ লিটার বাংলা মদ, ৩৭ হাজার ১২৬ ক্যান বিয়ার, ২৮ হাজার ৬৭২ কেজি গাঁজা, ৭২ কেজি ১৫৯ গ্রাম হেরোইন, ৪ লাখ ৯৮ হাজার ৭৫৪টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ৬ লাখ ৫৫ হাজার ৯৪০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৭৬ হাজার ৫৬১টি ইস্কাফ সিরাপ, ১৩ কেজি ৪২৫ গ্রাম আফিম, ৮৪ লাখ ৫৫ হাজার ৫৬২টি বিভিন্ন প্রকার ওষুধ, ১৩ হাজার ৫৬২ বোতল এমকেডিল/কফিডিল এবং ২৮ লাখ ১০ হাজার ৬৩টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়।

চোরাচালান দ্রব্যের বিষয়ে তিনি জানান, বছরজুড়ে ১৯৪ কেজি ৯৯৩ গ্রাম স্বর্ণ, ২৭৯ কেজি ১৬২ গ্রাম রুপা, ১ লাখ ৫৭ হাজার ৩০৯টি শাড়ি, ৫৯ হাজার ৯৩৯টি থ্রি-পিস/শার্ট-পিস, ২১ হাজার ৬৮টি তৈরিপোশাক, ৪ হাজার ১৪১ মিটার থান কাপড়, ২১ লাখ ৫৫ হাজার ৯৪টি কসমেটিক সামগ্রী, ৩০ হাজার ৬৯৫ ঘনফুট কাঠ, ৭৩ হাজার ১৭৬ কেজি চা পাতা, ৬ লাখ ২১ হাজার ১৩ কেজি কয়লা, ৩৫ হাজার ২২৩ ঘনফুট পাথর, ১ লাখ ২৫ হাজার ৭৫০টি ইমিটেশন গহনা, ৩১টি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ৬৯৯ কেজি কারেন্ট জাল, ১৫২ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ৭৩টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০৬টি পিকআপ, ৩৪০টি সিএনজি/ইজিবাইক এবং ৮২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিজিবি জানায়, ২০২২ সালে বিজিবি ৪৬টি পিস্তল, ৯টি রাইফেল, ৫টি রিভলবার, ৭৯টি বিভিন্ন প্রকার গান, ৫ হাজার ৩৪৫ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ম্যাগজিন, ২৪টি মর্টার শেল, ১টি আর্টিলারি/রকেট শেল/বোমা, ২০টি ককটেল, ৪৫টি শিশা/শিশা বল, ৫১টি খালি খোসা এবং ৯৯৯ কেজি ৬০০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

সীমান্তে বিজিবির অভিযানে ২০২২ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িতদের গ্রেফতারের বিষয়ে বিজিবি জানায়, মাদকপাচার ও অন্যান্য চোরাচালানের অভিযোগে ২ হাজার ৯৫৩ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৮৫ জন বাংলাদেশি নাগরিক ও ১১৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০২১ সালে বিজিবি ১ হাজার ৭৩ কোটি টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছিল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7742 0
কসবায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার https://mstvbd.com/?p=7731 https://mstvbd.com/?p=7731#respond Mon, 09 Jan 2023 08:47:35 +0000 https://mstvbd.com/?p=7731 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বলে জানা গেছে।

‘সোমবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘীরপাড় এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়’।

জানা যায়,‘সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৬৮ বোতল বিদেশী মদ ও ২৪টি ক্যান বিয়ার উদ্ধার করেন’।‘যার সিজার মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা’।

‘ওই সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘন কুয়াশার আড়ালে উদ্ধারকিত মাদকদ্রব্য ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যায়’।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান,‘সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান’।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7731 0
কসবায় বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=7614 https://mstvbd.com/?p=7614#respond Sun, 04 Dec 2022 15:25:05 +0000 https://mstvbd.com/?p=7614 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে।

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী চান্দখোলা এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

জানা যায়, সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক, (৬০ বিজিবি), লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে তিনটি বস্তায় ২৭টি প্যাকেটে মোড়ানো ৫৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।

ওই সময় বিজিবি ওই টহলদলের উপস্থিতি টের পেয়ে গাঁজার প্যাকেট গুলো ঝোপঝাড়ে ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান, সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7614 0
বিজিবি সদস্যের গুলিবিদ্ধ রহস্যজন মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=7597 https://mstvbd.com/?p=7597#respond Fri, 18 Nov 2022 09:52:51 +0000 https://mstvbd.com/?p=7597 ...বিস্তারিত পড়ুন]]> জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে এক সিপাহীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার উপর কারা গুলি চালিয়েছে এই বিষয়টি এখনো বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে না জানানোর কারণে, স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে ছিলেন।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের বরাতে যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (২০ বিজিবি সদস্য) হিসেবে উল্লেখ করা হয়েছে। সে সময় তার পোশাক রক্তাক্ত অবস্থায় ছিল। বিজিবি সদস্যরা হাসপাতালের মর্গে মরদেহ রেখে পাহারা দিচ্ছিলেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যান। সে সময় মরদেহের সঙ্গে থাকা একাধিক বিজিবির সদস্য জানান, সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। তবে আজ (শুক্রবার) বিজিবির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তথ্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি পক্ষ থেকে প্রেস ব্রিফিং করাও হয়নি। সেজন্য স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে বিজিবির পাহারায় নেপালের মরদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।

থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের দেয়া তথ্যের বরাতে জানা যায়, নিহতের শরীরে গুলির ক্ষত রয়েছে। পিঠ,বুক ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বিষয়টি আরও পরিষ্কার করা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7597 0
কসবায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=7135 https://mstvbd.com/?p=7135#respond Sat, 23 Jul 2022 08:27:50 +0000 https://mstvbd.com/?p=7135 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

গেল শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে মঈনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা এ মাদক উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ান ৬০ বিজিবি অধিনায় লেফটেন কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ বলেন, কসবা উপজেলার কামালপুর পূর্বপাড়া এলাকার রিজিক মিয়ার ছেলে হিমল মিয়া (২৩) ,ও আবু সিদ্দিক মিয়ার ছেলে আইফুল ইসলামের (২৭) ঘরে মাদক পাচারের উদ্দেশ্যে প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা, এ সময় হিমল মিয়ার ঘর থেকে ৩৬ কেজি ও আইফুল ইসলামের ঘর থেকে ৬ কেজি, সর্বমোট ৪২ কেজি গাজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিজিপির সদস্যদের উপস্থিতি টের পেয়ে হিমল মিয়া ও আইফুল ইসলাম পালিয়ে যায়, তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7135 0