বোমা বিস্ফোরণ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 01 Jan 2022 23:32:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png বোমা বিস্ফোরণ – MS TV https://mstvbd.com 32 32 আফ্রিকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত https://mstvbd.com/?p=6037 https://mstvbd.com/?p=6037#respond Sat, 01 Jan 2022 23:32:10 +0000 https://mstvbd.com/?p=6037 ...বিস্তারিত পড়ুন]]> মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশে বোহংয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে একইভাবে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6037 0