ব্রিজ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 19 Feb 2022 06:19:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ব্রিজ – MS TV https://mstvbd.com 32 32 কসবায় জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে স্থানীয়রা https://mstvbd.com/?p=6463 https://mstvbd.com/?p=6463#respond Sat, 19 Feb 2022 06:19:20 +0000 https://mstvbd.com/?p=6463

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কসবা টু নয়নপুর সড়কের কায়েমপুর বটতলী থেকে রাউতখলা গ্রামে যাওয়ার পথে বিজয় নদীর উপর দৃশ্যমান একটি ব্রিজের বেহাল দশা, ফলের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি পারাপার হতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা, এ সময় ব্রিজটিকে দ্রুত সংস্থার করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান স্থানীয়রা।

এ বিষয়টি নিয়ে কথা হলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এমএসটিভিকে জানান,শীঘ্রই উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ব্রিজটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6463 0