ভাঙ্গা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 06 Nov 2022 08:39:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ভাঙ্গা – MS TV https://mstvbd.com 32 32 ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৪ https://mstvbd.com/?p=7541 https://mstvbd.com/?p=7541#respond Sun, 06 Nov 2022 08:39:32 +0000 https://mstvbd.com/?p=7541 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার সময় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), জুনায়েদ শেখ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম এমএস টিভি বলেন, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7541 0