ভারত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 26 Mar 2024 10:12:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ভারত – MS TV https://mstvbd.com 32 32 স্বাধীনতা দিবসেও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত https://mstvbd.com/?p=8407 https://mstvbd.com/?p=8407#respond Tue, 26 Mar 2024 10:12:00 +0000 https://mstvbd.com/?p=8407 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশের স্বাধীনতার দিবস ২৬ শে মার্চের দিনটিতেও নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মার্চ) রাতে আল আমিনসহ কয়েকজন নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় প্রবেশ করেন। মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের আওতাধীন আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মিলমারি এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

 

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8407 0
ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩ https://mstvbd.com/?p=8200 https://mstvbd.com/?p=8200#respond Wed, 23 Aug 2023 15:34:55 +0000 https://mstvbd.com/?p=8200 ...বিস্তারিত পড়ুন]]> চাঁদে সফলভাবে অবতরণ করলো ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়লো তারা। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু।

ভারতের বিজ্ঞানীরা আশা করছেন, চন্দ্রযান-৩ থেকে শিগগির চাঁদের পৃষ্ঠে একটি রোভার নামানো সম্ভব হবে এবং সেটি পৃথিবীতে ছবি ও ভিডিও পাঠাতে পারবে।

এদিকে, চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর কর্মকর্তারা। চন্দ্রজয়ের সাফল্যে উদ্বেলিত ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ভারত চাঁদে পৌঁছেছে। সফট ল্যান্ডিং করতে পেরেছি আমরা।

 

এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেষ ১৫ মিনিটের যাত্রা। প্রথমে চাঁদের ওপর ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয় ল্যান্ডার বিক্রমকে। অবতরণ স্থল থেকে তার দূরত্ব ছিল ৭৪৫ দশমিক ৫ কিলোমিটার। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়ায় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার। এরপর গতি কমিয়ে আনা হয়।

 

৬৯০ সেকেন্ড এভাবে ধীরে ধীরে নামার পর ল্যান্ডারের ইঞ্জিনগুলো কাজ করা শুরু করে। দ্বিতীয় চন্দ্রযানে পাঁচটি ইঞ্জিন ছিল। তৃতীয় চন্দ্রযানে ইঞ্জিনের সংখ্যা কমিয়ে চার করা হয়েছে। সফট ল্যান্ডিংয়ের সময় দুটি ইঞ্জিন চালু রাখা হয়। দ্বিতীয় চন্দ্রযানে যে সেন্ট্রাল ইঞ্জিন ছিল এবার সেটিও বাদ দেওয়া হয়েছে।

ল্যান্ডিংয়ের সময় গতিবেগে গণ্ডগোল হলে বা সেন্সর কাজ না করলে যেন পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য সফটওয়্যার আরও উন্নত করা হয়।

চাঁদের মাটি থেকে যখন দূরত্ব কমে দাঁড়ায় ৭ দশমিক ৫ কিলোমিটার, তখনই শুরু হয় আসল চ্যালেঞ্জ। এ পর্যায়ে গিয়েই আগেরবার মস্ত বড় ভুল করে ফেলেছিল চন্দ্রযান-২। কিন্তু এবার তা হয়নি। শেষ সাড়ে সাত কিলোমিটারের পথ অত্যন্ত সতর্কভাবে এবং সময় ও গতিবেগ হিসাব করে হালকা পালকের মতো নামে ল্যান্ডিং স্পটে।

চন্দ্রজয়ের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, টিম চন্দ্রযানকে আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর পরিশ্রম করেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা। অন্তরীক্ষে নতুন ভারতের উদয় হলো। আমি এখন দক্ষিণ আফ্রিকায় (ব্রিকস সম্মেলনে যোগ দিতে)। তবে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও ওখানেই ছিল।


 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8200 0
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়ানো https://mstvbd.com/?p=8097 https://mstvbd.com/?p=8097#respond Sat, 03 Jun 2023 17:32:57 +0000 https://mstvbd.com/?p=8097 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৮০৩ জন। গত ২০ বছরের মধ্যে এটি ভারতের সবচেয়ে বড় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। খবর এনটিভির।

এদিকে উড়িষ্যার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছেন, এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

 

নরেন্দ্র মোদী বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের পাশে রয়েছে সরকার।

 

তবে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি মানুষের ভুলে। এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে।

অনেকেই প্রশ্ন তুলছেন কীভাবে করমন্ডল শালিমার এক্সপ্রেস স্থির পণ্যবাহী ট্রেনের লাইনে চলে গেলো। এক্ষেত্রে সংকেতজনিত ভুল ছিল বলে মনে করছেন অনেকে।

 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিকেল সোয়া ৩টা নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।

স্থানীয় সূত্র বলছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেসই তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে থেকে চলতে থাকা একটি মালগাড়ির পেছনে। আঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। ২৩টি বগির মধ্যে ১৫টি বগি লাইন থেকে ছিটকে পাশের ডাউন লাইনে ও নর্দমার মধ্যে গিয়ে পড়ে। তখন পাশের সেই লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত যেসব বগি ডাউন লাইনের ওপর পড়েছিল, সেগুলোতে গিয়ে ধাক্কা মারে সুপারফাস্ট এক্সপ্রেস। এতে হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি বগি লাইনচ্যুত হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8097 0
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘প্রতিবেশী কূটনীতির’ রোল মডেল https://mstvbd.com/?p=7287 https://mstvbd.com/?p=7287#respond Tue, 06 Sep 2022 08:57:04 +0000 https://mstvbd.com/?p=7287 বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যকার অনেক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান টেনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘প্রতিবেশী কূটনীতির’ রোল মডেল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদানকালে তিনি এ কথা বলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7287 0
ভারতের সবচেয়ে বড় উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ: মোদি https://mstvbd.com/?p=7284 https://mstvbd.com/?p=7284#respond Tue, 06 Sep 2022 08:43:56 +0000 https://mstvbd.com/?p=7284 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদানকালে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়।

এদিন রাজঘাটে ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

পরে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7284 0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক শুরু https://mstvbd.com/?p=7279 https://mstvbd.com/?p=7279#respond Tue, 06 Sep 2022 08:18:28 +0000 https://mstvbd.com/?p=7279 ...বিস্তারিত পড়ুন]]> প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হায়দ্রাবাদ ভবনে এই বৈঠক শুরু হয়।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। 

এদিন রাজঘাটে ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আশা করছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নতি এবং দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, যা আমরা করতে সক্ষম হবো। বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব, যা আমরা সবসময় করে আসছি।

সোমবার (৫ সেপ্টেম্বর) চারদিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7279 0
লালমনিরহাটে সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক https://mstvbd.com/?p=7176 https://mstvbd.com/?p=7176#respond Fri, 12 Aug 2022 06:25:32 +0000 https://mstvbd.com/?p=7176 ...বিস্তারিত পড়ুন]]> লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেফতাররা হলেন- কুচবিহারের শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামের এনামুল মিয়ার ছেলে হাসেন আলী (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই নাগরিককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ও ১ লিটার খোলা ফেনসিডিল জব্দ করা হয়।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7176 0
রাজনীতিবিদকে জরিয়ে অপমানজনক পোস্ট ফেসবুকে : অভিনেত্রী গ্রেফতার https://mstvbd.com/?p=6862 https://mstvbd.com/?p=6862#respond Sun, 15 May 2022 08:25:12 +0000 https://mstvbd.com/?p=6862 ...বিস্তারিত পড়ুন]]> ভারতের মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শারদ পাওয়ারকে নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে অপমানজনক পোস্ট করে। তাই অভিনেত্রী কেতকী চিতাল গ্রেফতার হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, নাভি মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী কেতকী চিতালকে। তিনি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য পরিচিত। ২০২০ সালের মার্চ মাসে তিনি মুসলিম, পার্সি, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধদের সম্পর্কে মন্তব্য করে একটি পোস্ট করেছিলেন।

এনসিপি নেতা ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ‘অভিনেত্রীর মানসিক অসুস্থতার জন্য একটি ভালো হাসপাতালে তার ভালো চিকিৎসা দরকার। মহারাষ্ট্র একটি সংস্কৃতিবান রাজ্য। একজনের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে তবে তাদের সমালোচনায় এতটা নিচু হওয়া উচিত নয়। মহারাষ্ট্রে এমন ঐতিহ্য নেই।’

বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি প্রধানের মতো একজন সিনিয়র নেতার জন্য মন্তব্যটি অযৌক্তিক ও অত্যন্ত অবমাননাকর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

তবে ফেসবুকের পোস্টটি কেতকী চিতাল নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এ কারণেই বিতর্কে জড়িয়েছেন তিনি।

কেতকী চিতালের পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি ও নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শারদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যদিও শারদ পাওয়ারের বয়স ৮১ বছর। যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6862 0
পাসপোর্ট যাত্রীদের জন্য শিগগিরই খেলা হবে ভারতীয় ইমিগ্রেশন: হাইকমিশনার https://mstvbd.com/?p=6518 https://mstvbd.com/?p=6518#respond Sun, 27 Feb 2022 08:00:01 +0000 https://mstvbd.com/?p=6518 ...বিস্তারিত পড়ুন]]> করোনা পরিস্থিতি কমে যাওয়ায় পাসপোর্ট যাত্রীদের জন্য শিগগিরই ভারতীয় ইমিগ্রেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যরা।

পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। সবশেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6518 0
ভারতে মুসলিম ছাত্রীর এক স্লোগানে কেঁপে উঠলো পুরো বিশ্ব https://mstvbd.com/?p=6391 https://mstvbd.com/?p=6391#respond Wed, 09 Feb 2022 02:18:41 +0000 https://mstvbd.com/?p=6391 ...বিস্তারিত পড়ুন]]> একদিকে একদল গেরুয়া উত্তরীয় পরা উন্মত্ত ছাত্র, আরেক দিকে একা বোরখা পরা একটি শীর্ণকায় ছাত্রী। গেরুয়া উত্তরীয় পরা হিন্দুত্ববাদী ছাত্ররা তীব্র চিৎকার করছে- জয় শ্রী-রা-ম, জয় শ্রী-রা-ম ! কান ফাটানো সেই চিৎকারে কলেজ চত্বরের আর কোনও শব্দই শোনা যাচ্ছে না! বোরখা পরা ছাত্রীটি তবু পালটা চিৎকার করে- আল্লাহু আ-ক-ব-র! মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কর্ণাটকের একটি কলেজের এমন দৃশ্যের ভিডিওই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে। হাই কোর্টে উঠেছে মামলা। এদিন সকালেও উডুপির মহাত্মা গান্ধী কলেজে মুখোমুখি হয় উভয়পক্ষ- হিজাব পরিহিত ছাত্রীরা ও গেরুয়া উত্তরীয় জড়ানো হিন্দুত্ববাদী পড়ুয়াদের দল। এরই মধ্যেই প্রকাশ্যে এসেছে একা একটি মুসলিম মেয়ের পালটা সুর চড়ানোর ভিডিও।  

ভিডিওতে দেখা গিয়েছে, বোরখা পরা এক ছাত্রী একটি স্কুটিতে কলেজ চত্বরে প্রবেশ করছেন। যেখানে আগে থেকেই উপস্থিত ছিল গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্র। ছাত্রীটি গাড়ি পার্ক করে ক্লাসের দিকে এগোতেই তাঁকে অনুসরণ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে তারা। মেয়েটির খুব কাছে এসে ক্রমাগত স্লোগান দিতে থাকে হিন্দুত্ববাদী ছাত্রদের দলটি। একটা সময় ঘুরে দাঁড়ায় ওই ছাত্রী। চোয়াল শক্ত করে পালটা স্লোগান দিতে শুরু করে সে। একাধিকবার হাত তুলে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। ভিডিওর শেষে ক্যামেরার সামনে এসেও স্থানীয় ভাষায় চিৎকার করে প্রতিবাদ জানায় মেয়েটি। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষও এসে পড়ে ঘটনাস্থলে। তারা হিন্দুত্ববাদী ছাত্রদের থেকে সরিয়ে কলেজের ভেতরে নিয়ে যায় ছাত্রীকে।  

পরে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ওই কলেজ পড়ুয়া জানান, “আমি কলেজে আসছিলাম। একদল ছাত্র আমাকে কলেজে ঢুকতে দিচ্ছিল না। ওরা বলে, বোরখা পরা থাকলে কলেজে ঢুকতে দেবে না।”

এদিকে বোরখা পরা ওই কলেজ ছাত্রীর ভাইরাল ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে বিতর্ক বাড়িয়েছেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি ছাত্রদের দলটিকে ‘নেকড়ে’ বলে উল্লেখ করেন নিজের পোস্টে। উল্লেখ্য, হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যায় কিনা, সেটা আদালতের বিচারাধীন বিষয়। তবে, যে সাহসিকতার সঙ্গে একদল উন্মত্ত পড়ুয়ার সামনে প্রতিবাদ করল শীর্ণকায় মেয়েটি, তা প্রশংসিত হচ্ছে নেটদুনিয়ায়।

এদিকে আজই কর্ণাটকের কলেজের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, একদল হিন্দুত্ববাদী ছাত্র কলেজ চত্বরে একটি গেরুয়া পতাকা টাঙানোর চেষ্টা করছেন। অভিযোগ, ওই ছাত্ররা জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া পতাকা টাঙায়।

হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান, ৩ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6391 0