মরদেহ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 13 Dec 2021 15:34:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মরদেহ – MS TV https://mstvbd.com 32 32 ময়মনসিংহে ইটচাপা শপিং ব্যাগে মিললো নবজাতকের মরদেহ https://mstvbd.com/?p=5789 https://mstvbd.com/?p=5789#respond Mon, 13 Dec 2021 15:34:46 +0000 https://mstvbd.com/?p=5789 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে ইট দিয়ে চাপা দেওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শম্ভুগঞ্জ গরুহাটা মসজিদের সামনে খেলাধুলা করছিল শিশুরা। খেলতে খেলতে এক শিশু দেয়ালের পাশে চলে যায়। সেখানে একটি শপিংব্যাগে ইট দিয়ে চাপা দেওয়া শিশুটি দেখতে পায়। পরে বিষয়টি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, নবজাতকের মরদেহটি কে বা কারা রেখে গেছেন বিষয়টি জানা যায়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফন করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5789 0