মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 23 Dec 2022 09:28:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 পাংশায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা https://mstvbd.com/?p=7682 https://mstvbd.com/?p=7682#respond Fri, 23 Dec 2022 09:28:16 +0000 https://mstvbd.com/?p=7682 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর পাংশা উপজেলার একটি মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা পুলিশ ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেন এর ছেলে। এবং সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় রাব্বি। তখন তার দুই বন্ধু তরুণ ও রানা একটি ইসলামী জলসা শোনার জন্য তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা মাঠে রাব্বির মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়।

তারা আরও জানান, রাব্বি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়েছিল। তাদের দাবি রাব্বিকে হত্যা করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7682 0
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত https://mstvbd.com/?p=7254 https://mstvbd.com/?p=7254#respond Sat, 27 Aug 2022 07:52:45 +0000 https://mstvbd.com/?p=7254 ...বিস্তারিত পড়ুন]]> নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নাস্তা কেনার জন্য বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়েছিল কাইয়ুম। এর কিছুক্ষণ পরেই সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার এমএস টিভিকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7254 0
বিধ্বস্ত বিমানের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=6950 https://mstvbd.com/?p=6950#respond Mon, 30 May 2022 07:57:24 +0000 https://mstvbd.com/?p=6950 ...বিস্তারিত পড়ুন]]> নেপালে বিধ্বস্ত বিমানটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়েছিল।

বিমানটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।

বিমানটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে বিমানটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6950 0
বগুড়ায় রেল লাইনের পাশে মিললো অজ্ঞাত মরদেহ https://mstvbd.com/?p=6580 https://mstvbd.com/?p=6580#respond Wed, 16 Mar 2022 11:46:45 +0000 https://mstvbd.com/?p=6580 ...বিস্তারিত পড়ুন]]> বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা-উদ-দৌলা সরকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে আলতাবনগর রেল স্টেশন এলাকায় ওই মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসআই সুজা-উদ-দৌলা সরকার বলেন, মরদেহের শরীরের আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6580 0
খুলনায় বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=6452 https://mstvbd.com/?p=6452#respond Fri, 18 Feb 2022 07:11:38 +0000 https://mstvbd.com/?p=6452 ...বিস্তারিত পড়ুন]]> খুলনার তেরখাদায় বাড়ির পাশের পুকুর থেকে মনি ও মুক্তা নামের দুই যমজ বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের নানার বাড়ির একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুদের বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ি রূপসা উপজেলায় চাঁদপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস বয়সী দুই শিশু রাতে মা কনা বেগমের সঙ্গে ঘুমিয়েছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে তার ঘুম ভেঙে যায়। তখন বাচ্চা দুটি তার পাশে নেই দেখতে পান। এ সময়ে এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম জানান, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরবর্তিতে জানানো হবে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6452 0
শরীয়তপুরে মাকে হত্যার দৃশ্য দেখলো ৯ বছরের ছেলে https://mstvbd.com/?p=6430 https://mstvbd.com/?p=6430#respond Wed, 16 Feb 2022 07:49:58 +0000 https://mstvbd.com/?p=6430 ...বিস্তারিত পড়ুন]]> শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাবার বিরুদ্ধে মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে এক সন্তান। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্বপাশে সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাহানাজ বেগম (৩৫) সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে শাহানাজ বেগমের ১১ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে রুবেল ও শাহানাজ তাদের ছেলে মেয়েকে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় আবার ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ছেলে সোহানের (৯) সামনেই রুবেল তার স্ত্রী শাহানাজকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাজের মরদেহ উদ্ধার করে।

শাহানাজের ছেলে সোহান জানায়, বাবা-মা ঝগড়া করতো। আমরা নানা বাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা আমার মায়ের গলা চেপে ধরে মেরে চলে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6430 0
ঘরে মিলল স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক https://mstvbd.com/?p=6307 https://mstvbd.com/?p=6307#respond Tue, 01 Feb 2022 09:19:01 +0000 https://mstvbd.com/?p=6307 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে একটি বাসা থেকে রাজনা বেগম (১৯) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সফিক মিয়ার মালিকানাধীন বাসা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজনা বেগম ওই ইউনিয়নের বড় আলীপুর গ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী ও পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে সবুজ মিয়ার ছেলে জাকারিয়া মিয়ার সঙ্গে মৃত আব্দুর রহিমের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। ১০-১২ দিন আগে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়ার মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তার স্ত্রী রাজনা বেগম। সোমবার বিকেলে রাজনা বেগমের মা মেয়েকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এ সময় তাদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন।

এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছনার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছনার ওপর থেকে গলাকাটা অবস্থায় রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী জাকারিয়া মিয়ার খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে এ নিয়ে আমরা কাজ করছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6307 0
কসবায় চেয়ারম্যানের পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ https://mstvbd.com/?p=6087 https://mstvbd.com/?p=6087#respond Thu, 06 Jan 2022 12:15:36 +0000 https://mstvbd.com/?p=6087 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের জয়দেবপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে ঐ এলাকার বিল্লাল হোসেন (সাবেক চেয়ারম্যান) এর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা) এমএসটিভি কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ, প্রাথমিকভাবে মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে ‌,মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6087 0