মাদক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 06 Oct 2023 10:16:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মাদক – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ফের ৫৪ কেজি গাঁজাসহ আটক ২ https://mstvbd.com/?p=8238 https://mstvbd.com/?p=8238#respond Fri, 06 Oct 2023 10:16:24 +0000 https://mstvbd.com/?p=8238 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে ফের ৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

 

 

শুক্রবার (৬ অক্টোবর ) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা আবু তাহের ফকিরের দরবার শরীফের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এছাড়াও কাইমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার কসবা টু নয়নপুর সড়কের উপরে একটি সিএনজি তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আরও এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানান গেছে।

 

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য পাওয়া গেছে, যার বরাতে এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপর মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মহিউদ্দিন।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8238 0
কসবায় মাতালের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী,সামনে যাকে পায় তাকেই ধরে মারধর https://mstvbd.com/?p=7859 https://mstvbd.com/?p=7859#respond Thu, 09 Feb 2023 13:27:44 +0000 https://mstvbd.com/?p=7859 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামোড়া গ্রামে এক মাদকাসক্ত ব্যক্তির ভয়ে আতঙ্কিত ওই এলাকার মানুষ, এরই মধ্যে বাছির মিয়া নামক এক হতদরিদ্র ব্যক্তির বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার বসতঘর এলোপাথাড়ি কুপিয়ে তছনছ করেছে ওই মাদকাসক্ত ব্যক্তি।

গেল বুধবার (৮ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে এমনটাই দেখে গেছে,এসময় ভুক্তভোগী বাছির মিয়া ও তার স্ত্রী তাদের বসতঘরের সামনে বসে অঝোরে কাঁদছে,আর ওই ঘরের বেড়া ও ভিতরে থাকা আসবাবপত্র দাঁড়ালো অস্ত্র দিয়ে কেউ যেন কুপিয়ে তছনছ করে ফেলেছে।

কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানতে চাওয়া হলে,ভুক্তভোগী বাছির মিয়া কান্না জড়িত কন্ঠে জানান, গেল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রঙ্গ মিয়া মদ্যপান করে মাতাল হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে,এরপর থেকে ন্যায় বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধির নিকট একাধিকবার গেলেও তিনি গরিব বলে তারা এ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখার অভিযোগও পাওয়া গেছে। ফলে নিরুপায় হয়ে তার বসতঘরের সামনেই প্রায় সাত দিন ধরে এভাবেই বসে কান্নাকাটি করছেন এ ভুক্তভোগী পরিবারটি।

এদিকে এ বিষয়ে স্থানীয়রা জানান,রঙ্গু মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করে রাস্তাঘাটে তার সামনে যাকে পায় তাকেই ধরে মারে,ফলে তার ভয়ে আতঙ্কিত পুরো এলাকা ,কেউ প্রতিবাদ করলে তার দলবল নিয়ে এভাবেই তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। মাদকাসক্ত রঙ্গ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জোর দাবি জানান তারা।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7859 0
বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ https://mstvbd.com/?p=6552 https://mstvbd.com/?p=6552#respond Thu, 10 Mar 2022 18:14:00 +0000 https://mstvbd.com/?p=6552 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গেল মঙ্গলবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন প্রধান সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ গ্রামের মৃত আব্দুস ছামাদের মেয়ে শান্তা আক্তার অঞ্জু ও একই উপজেলার কোল্লাপাথর গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ কিবরিয়া।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূলে বুড়িচং থানা পুলিশ বদ্ধপরিকর,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6552 0
মাদক নির্মূলে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর: অফিসার ইনচার্জ https://mstvbd.com/?p=6546 https://mstvbd.com/?p=6546#respond Wed, 09 Mar 2022 06:45:13 +0000 https://mstvbd.com/?p=6546 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক নির্মূলে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা)।

বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদে মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করে এ কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল,কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি,বায়েক ইউনিয়ন পরিষদ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6546 0
সিরাজগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক https://mstvbd.com/?p=5758 https://mstvbd.com/?p=5758#respond Mon, 13 Dec 2021 11:35:47 +0000 https://mstvbd.com/?p=5758 ...বিস্তারিত পড়ুন]]> সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লা জেলার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুর জেলার জামিয়ার পাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) ও হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল জেলার তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫৩ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ২০০ টাকা, ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5758 0