মাদক বিরোধী অভিযান – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 04 Dec 2022 15:25:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মাদক বিরোধী অভিযান – MS TV https://mstvbd.com 32 32 কসবায় বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজা উদ্ধার https://mstvbd.com/?p=7614 https://mstvbd.com/?p=7614#respond Sun, 04 Dec 2022 15:25:05 +0000 https://mstvbd.com/?p=7614 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে।

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী চান্দখোলা এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

জানা যায়, সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক, (৬০ বিজিবি), লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে তিনটি বস্তায় ২৭টি প্যাকেটে মোড়ানো ৫৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।

ওই সময় বিজিবি ওই টহলদলের উপস্থিতি টের পেয়ে গাঁজার প্যাকেট গুলো ঝোপঝাড়ে ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান, সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7614 0