মাদক ব্যবসায়ী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 07 Dec 2023 09:07:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মাদক ব্যবসায়ী – MS TV https://mstvbd.com 32 32 মাদক ব্যবসায় শূন্য থেকে কোটিপতি ফ্রি কামাল https://mstvbd.com/?p=8303 https://mstvbd.com/?p=8303#respond Thu, 07 Dec 2023 09:04:36 +0000 https://mstvbd.com/?p=8303 কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক গ্রামের সুন্দর আলীর ছেলে কামাল ওরফে ফ্রি কামাল (৪২) মাদক ব্যবসা করে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বনে গেছে বলে জানা গেছে। একাধিকবার মাদক চোরাচালানের কালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি।

 

আজ থেকে কয়েক বছর পূর্বেও যার দিন আনতে পান্তা ফুরাতো আজ সে কিভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছে তা নিয়ে আসিতেছে অনুসন্ধানী প্রতিবেদন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8303 0
বিজয়নগরে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ https://mstvbd.com/?p=8171 https://mstvbd.com/?p=8171#respond Thu, 20 Jul 2023 08:07:57 +0000 https://mstvbd.com/?p=8171 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি মাদক ও পুলিশের ওপর হামলা মামলা রয়েছে।

তিনি আরও জানান,আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ভোরে এসআই সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।

অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8171 0
কক্সবাজারে ওসির ওপর মাদক কারবারির হামলা https://mstvbd.com/?p=6987 https://mstvbd.com/?p=6987#respond Thu, 09 Jun 2022 11:39:27 +0000 https://mstvbd.com/?p=6987 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারি ও তার সহযোগীদের হামলায় অফিসার ইনচার্জ (তদন্ত) সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৮ জুন) মাঝ রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকারকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হামলাকারী মাদক কারবারি শাহ আলমের বাড়ি ঘেরাও করা হলেও তিনি পালিয়ে যান।

চকরিয়া-পেকুয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম জানান, পেকুয়ার উজানটিয়ার চিহ্নিত মাদক কারবারি শাহ আলম মাদকের চালান মজুত করে বিক্রির আয়োজন করেছে জানতে পেরে বুধবার রাত সোয়া ১১টার দিকে অভিযানে যায় পুলিশ। এসময় শাহ আলম ও তার সহযোগীরা হামলা চালালে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের মাঝে একটু বেশি আহত পুলিশ কর্মকর্তা কানন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মাদক কারবারি শাহ আলম পেকুয়ার চর এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে ধরতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, শাহ আলম মাদক কারবারি ছাড়াও উপকূলীয় চোর সিন্ডিকেটের প্রধান। তার বিরুদ্ধে মামলা রয়েছে ডজনের ওপর। তাকে ধরতে গিয়ে কানন সরকার আহত হলেন। আমরা হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, আহত পুলিশ পরিদর্শক কানন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6987 0
ময়মনসিংহে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার র‍্যাব https://mstvbd.com/?p=6953 https://mstvbd.com/?p=6953#respond Mon, 30 May 2022 08:07:13 +0000 https://mstvbd.com/?p=6953 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহ সদর উপজেলায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর হাতে মারধরের শিকার হয়েছেন র‍্যাব-১৪’র ৪ সদস্য। এ সময় র‍্যাবের এক সদস্যের পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে রাতেই অভিযান চালিয়ে পিস্তল ও হ্যান্ডকাপ উদ্ধার করে র‍্যাব।

রোববার (২৯ মে) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীকলদি গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকার জাগো নিউজকে বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে ইউনিয়নের শ্রীকলদি গ্রামে অভিযান চালান র‍্যাবের চার সদস্য। এ সময় জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে র‍্যাব সদস্যদের মারধর করে পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায়। পরে র‍্যাবের সদস্যরা স্থানীয় পরানগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি বলেন, এই ঘটনার পর রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে হ্যান্ডকাপ ও পিস্তল উদ্ধার করে র‍্যাব। তবে গুলি উদ্ধার করতে পারেনি। র‍্যাবের উপর হামলা, মারধর, পিস্তল, গুলি, হ্যান্ডকাপ ছিনিয়ে অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত তিনজনকে আটক করে নিয়ে যায় র‍্যাব।

তবে এ বিষয়ে র‍্যাব-১৪ অধিনায়ক মো. রুকুনুজ্জামান এমএস টিভিকে বলেন, ওই এলাকাটা অনেক ভেতরে। তাই মাদক ব্যবসা সম্পর্কে তথ্য আনতে ওই এলাকায় আমাদের সদস্যরা গিয়েছিল। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে আমাদের কোনো কিছুই হারায়নি। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6953 0