মাদক মামলা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 20 Oct 2022 08:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মাদক মামলা – MS TV https://mstvbd.com 32 32 লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন https://mstvbd.com/?p=7458 https://mstvbd.com/?p=7458#respond Thu, 20 Oct 2022 08:53:45 +0000 https://mstvbd.com/?p=7458 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার মাদক কারবারি ইয়াসমিন আক্তার কলিকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কলি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে আটক করেন র‌্যাব-১১ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা বিক্রির উদ্দেশে তিনি রামগঞ্জে আসেন।

এ ঘটনায় র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন রামগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7458 0
গাজীপুরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের গুলি, আটক ২ https://mstvbd.com/?p=7275 https://mstvbd.com/?p=7275#respond Fri, 02 Sep 2022 15:29:59 +0000 https://mstvbd.com/?p=7275 ...বিস্তারিত পড়ুন]]> গাজীপুরে পুলিশকে উপর গুলি ছুড়েছে মাদক ব্যবসায়ীরা। এতে এক পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ মামলার পলাতক আসামি আব্দুল আজিজ ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন এমএস টিভিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ৩-৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন আ. আজিজ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তার সহযোগী সোহেল ওরফে মদন সোহেলকে (২৭) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদক ব্যবাসয়ীদের হামলায় কনস্টেবল শাহিন গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবু সায়েম।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও পুলিশ সদস্য শাহিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7275 0