মিথ্যা মামলা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 10 Jun 2023 12:05:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মিথ্যা মামলা – MS TV https://mstvbd.com 32 32 কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, এমপিকে কড়া হুশিয়ারি https://mstvbd.com/?p=8116 https://mstvbd.com/?p=8116#respond Sat, 10 Jun 2023 10:14:31 +0000 https://mstvbd.com/?p=8116 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সমাজ। মানববন্ধন থেকে মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। দ্রুত ওই মামলাটি প্রত্যাহার এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করাসহ উন্নয়নের নামে তার সমস্ত দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করা হবে।

শুক্রবার (৯ জুন) সকাল ১১ টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালন করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন বক্তারা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার আয়োজনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ডা. প্রাণ গোপাল দত্ত এমপির যেই অনুসারী,সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন- আমরা মনে করি তিনি প্রাণ গোপালকে রাজনৈতিকভাবে ক্ষতি করার জন্যই এ কাজটি করেছেন। কারণ ডা. প্রাণ গোপালকে নিয়ে যেই সংবাদের জন্য আদালত পর্যন্ত গড়িয়েছেন- তার জন্য তিনি একটি বিবৃতি বা প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু সেটা না করে মামলা কেন করতে হলো? এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।

বক্তারা আরও বলেন, চান্দিনা থেকে এমপির যেই অনুসারী মামলাটি করেছেন, অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহর করবেন, করতে হবে। নতুবা এই আন্দোলন আরও কঠোর হয়ে উঠবে। প্রয়োজন হলে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করা হবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল, একাত্তর টিভির কাজী এনানুল হক ফারুক, একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সমকালের কামাল উদ্দিন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, মাই টিভির আবু মুসা, ডিবিসি টিভির নাসির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম, মানবকন্ঠের তরিকুল ইসলাম তরুণ, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আহামেদ ইউসুফ আকাশ,অপরাধ বিচিত্রা ও এমএস টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি -এম এ মান্নান প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের আবদুর রহমান।

সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিকদের জন্য কোন আইন নেই। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়। অথচ আমরা দেখলাম ডা. প্রাণ গোপাল দত্ত এমপি আপনাকে কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করেছেন। আপনি সেই সুযোগে রাষ্ট্রকে অবজ্ঞা ও প্রশ্নবিদ্ধ করতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। এখনো সময় আছে মামলাটি প্রত্যাহার করুণ। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলে শুধু কুমিল্লা নগরী নয়, জেলার ১৭ উপজেলায় আন্দোলন ছড়িয়ে পড়বে। আপনার সকল ইতিবাচক সংবাদ পরিহার করা হবে। উন্নয়নের নামে যে ব্রিজ-কালভার্ট হয়েছে, তাতে কতটুকু দুর্নীতি হয়েছে তার সকল তথ্য তুলে ধরা হবে। তাই এখনো সময় আছে রাজনীতির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের পিছে লাগানোর চেষ্টা করবেন না।

মানববন্ধনে অংশগ্রহণ করেন চ্যানেল টুয়েন্টিফোরের জাহিদুর রহমান, সাংবাদিক সমিতি, কুমিল্লার ক্রীড়া সম্পাদক এন কে রিপন, দৈনিক আজকের জীবনের নেকবর  হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো. আবদুল আউয়াল সরকার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দেশ রুপান্তরের সুজন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, আমাদের নতুন সময় লালমাই প্রতিনিধি কামাল হোসেন, স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, আমাদের নতুন সময়ের শাহ ফয়সাল কারীম, আমাদের কুমিল্লার  মো.হাসান, মুজিবুর রহমান মুকুল, আবু সুফিয়ান রাসেল, জাহিদ হাসান নাঈম, হৃদয় হাসান,সাইমুম ইসলাম অপি, ব্রাহ্মণপাড়া আমাদের নতুন সময় প্রতিনিধি ফারুক আহামেদ, যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, মেঘনা টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি গাজী রুবেল, ভয়েস বাংলার প্রতিনিধি হান্নান, মানবজমিন ও এমএস টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, সাংবাদিক জামাল হোসেন,কালজয়ী প্রতিনিধি সজিব ভূইয়া, ঢাকা ক্যানভাস প্রতিনিধি খন্দকার মহিবুল হক, আমাদের বাংলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গেল ৩ জুন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। পরে সেটি তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লাসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান ও পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এবং চান্দিনার মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারকে আসামি করে কুমিল্লার আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন, প্রাণ গোপাল দত্ত এমপির অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8116 0
কসবা নিজের অপকর্ম ঢাকতে যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা https://mstvbd.com/?p=7874 https://mstvbd.com/?p=7874#respond Mon, 13 Feb 2023 16:12:03 +0000 https://mstvbd.com/?p=7874 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজেদের অপকর্ম ঢাকতে এক যুবলীগ নেতার আশকারায় সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলাম তার স্ত্রী পারভিন বেগম ও তার ছেলে আমজাদুল ইসলাম দীর্ঘদিন যাবত উপজেলা বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন।

এরমধ্যে গেল বছরের আগস্টের দিকে কোল্লাপাথর গ্রামের কামাল মিয়া স্ত্রী ফাতেমা আক্তার শিখা নামক এক নারী নাকি মাইজখার বাগুর গ্ৰামের মনিরুল ইসলামের ছেলে আমজাদুল ইসলামের নিকট থেকে দুটি সিএনজি ক্রয়ের কথা বলে ৮ লাখ টাকা ধার নিয়েছে,যা এখন ওই নারী পরিশোধ করছে না,এমন একটি অভিযোগ তুলে কসবা থানায় আমজাদুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। টাকা লেনদেনের প্রমাণস্বরূপ ওই নারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা দেখান তারা।

ওই সময় কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমান আমজাদুল ইসলামকে তার ভাগিনা দাবি করে প্রতিনিয়ত থানায় এ বিষয়টি নিয়ে জোর তদবির শুরু করেন।

অপরদিকে কোল্লাপাথরের ওই নারী অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এবং অঙ্গীকারনামায় তার স্বাক্ষরটি জাল বলেও দাবি করেন। তা সত্ত্বেও কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমান ও একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবু কালাম আজাদ তাদের রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে ওই নারীকে বেকায়দায় ফেলে গেল বছরের ২১ নভেম্বর সকাল ১১টায় কসবা থানা ভবনে সালিশের নামে নগদ ৩ লাখ টাকা আদায় করেন। যা থানা ভবনের ওইদিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই তার বাস্তব চিত্র দেখা যাবে।

এছাড়াও শিখা আক্তারের ছেলেদের সঙ্গে চলাফেরার সুবাদে তাদের বাড়িতে প্রতিনিয়ত আসা-যাওয়া করতেন আমজাদ,এরই একপর্যায়ে তার বড় ছেলে রুবেল মিয়ার স্ত্রীকে কুপরামর্শ দিয়ে সংসারে বিবাদের সৃষ্টি করে সে, যার কারণে ওই সংসারটি ভেঙে গেছে বলেও জানিয়েছিলেন শিখা আক্তার। যার তথ্য প্রমাণ এখন আমাদের হাতে।

শুধু তাই নয় উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে জামাল উদ্দিন ও তার স্ত্রীর মধ্যেও গীবত এবং মিথ্যাচারের মাধ্যমে বিবাদের সৃষ্টি করেন আমজাদুল ইসলাম। যার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়,এরপর তার স্ত্রী ও সন্তান তাকে ফেলে তার শ্বশুরবাড়িতে চলে যায়,আর এসব কারণে সিঙ্গাপুর প্রবাস ফেরত জামাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে এমনটা জানিয়েছে জামাল উদ্দিনের মা লুৎফা বেগম।

ভুক্তভোগীদের থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে এসব তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এমনটা জানতে পারে আমজাদ গংরা,এরপর ৬ আগস্ট বিকালে কসবা টি-আলী বাড়ি মোড়ে সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইনকে গতিরোধ করে আমজাদুল ইসলাম,তার বাবা মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফাসহ আরো বেশ কয়েকজন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন, তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে কসবায় কিভাবে তিনি সাংবাদিকতা করে তা দেখে দিবেন বলে হুমকি ধামকিদেন তারা, এরপর এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় মোঃ সাদ্দাম হোসাইন বাদী হয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে কসবা থানায় একটি জিডি করেন। যা তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন কসবা থানা পুলিশ।

এরপর ওই ঘটনার প্রায় দুই মাস পর অর্থাৎ তাদের বিরুদ্ধে সংবাদ কর্মীর আগাম জিডি থাকা সত্ত্বেও কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমানের আশকারায় একটি স্ট্যাম্প ব্যবহার করে সংবাদকর্মী সাদ্দাম হোসাইনের স্বাক্ষর নকল করে অযৌক্তিক একটি অঙ্গীকারনামা তৈরি করে আদালতে আমজাদুল ইসলাম বাদী হয়ে সংবাদকর্মী বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় বর্ণিত ঘটনার সাথে বাস্তবের কোনো সাদৃশ্য মিল নেই বলে জানিয়ে সংবাদকর্মী মোঃ সাদ্দাম হোসাইন বলেন,আমি প্রায় আট বছর যাবত এই জনপদের সিংহভাগ সংবাদ বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠভাবে প্রচার ও প্রকাশ করে আসছি,কিন্তু এদের মত এমন মিথ্যাবাদী ও বাটপার প্রকৃতির লোক আমি আর দেখিনাই, আমি বিশ্বাস করি সকল অশুভ অসুন্দরের উপর সত্য সুন্দরের জয় হবেই।

এদিকে কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আতাউর রহমানের এমন কর্মকাণ্ড নিয়ে কসবা উপজেলা যুবলীগ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য জানান,যুবলীগের যদি কেউ তার ব্যক্তিগত স্বার্থে কোন অনীতিক কর্মকান্ডে জড়িত হয়, দায়ভার সংগঠন নিবে না। আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন আমাদের উপজেলা যুবলীগের পক্ষ থেকে কোন বাধা নেই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7874 0