মৃত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 16 Apr 2025 14:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মৃত – MS TV https://mstvbd.com 32 32 কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত https://mstvbd.com/?p=8539 https://mstvbd.com/?p=8539#respond Wed, 16 Apr 2025 14:23:45 +0000 https://mstvbd.com/?p=8539 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে।

 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন, নতুন বাজার মোল্লা বাড়ির মৃত আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া (২০)।

 

কসবা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নতুন বাজারের মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচতে ছিল। এমত অবস্থায় দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হষয়ে গুরুতর আহত হয়। এরপর তাদের মুমূর্ষ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8539 0