মৃতদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 06 Nov 2022 08:56:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মৃতদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 সিলেটে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=7544 https://mstvbd.com/?p=7544#respond Sun, 06 Nov 2022 08:56:40 +0000 https://mstvbd.com/?p=7544 ...বিস্তারিত পড়ুন]]> সিলেটে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রিপন দাস (২৮) ও শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক কন্যা সন্তান রয়েছে।

রিপন দাস জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে ও শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন তারা।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7544 0
বগুড়ায় ডোবা থেকে নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার https://mstvbd.com/?p=6824 https://mstvbd.com/?p=6824#respond Wed, 11 May 2022 09:39:31 +0000 https://mstvbd.com/?p=6824 ...বিস্তারিত পড়ুন]]> বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শফিকুল ইসলাম সরদার (৩৫) নামে এক নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার শাকপালা গোয়ালগাড়ি গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ। মৃত শফিকুল ইসলাম ওই গ্রামের রুবেল সরদারের ছেলে। তিনি স্থানীয় শাকপালা স্ট্যান্ডে নরসুন্দরের কাজ করতেন।

শফিকুলের স্বজনদের দেয়া তথ্যের বরাতে জানা যায়, তিনদিন আগে সন্ধ্যার পর শফিকুল ইসলামের এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। তার বন্ধুরা তাকে হত্যা করেছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ এমএস টিভিকে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলাকাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6824 0