মেসি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 10 Dec 2022 10:06:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png মেসি – MS TV https://mstvbd.com 32 32 এই রেফারি ম্যাচ পরিচালনার যোগ্য না, বললেন ক্ষুব্ধ মেসি https://mstvbd.com/?p=7648 https://mstvbd.com/?p=7648#respond Sat, 10 Dec 2022 10:06:52 +0000 https://mstvbd.com/?p=7648 ...বিস্তারিত পড়ুন]]> স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতিও লাহোজ কী কাণ্ডটাই করলেন আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে!একটু কিছু হলেই কোনো কথা নেই, পকেট থেকে বের করে ফেলছিলেন কার্ড।

কাকে কার্ড দিতে বাদ রেখেছেন মাতিও? মাঠের খেলোয়াড়ের সঙ্গে কোচ, সাইড বেঞ্চের খেলোয়াড়, এমনকি পেনাল্টি করতে আসা ফুটবলারকেও হলুদ রঙয়ের কার্ড দেখাতে ছাড়েননি।

ম্যাচে সবমিলিয়ে মোট ১৯টি কার্ড দেখান রেফারি। যেখানে কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েলও।

পেনাল্টি নিতে এসে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখতে হয়েছে নেদারল্যান্ডসের ফুলব্যাক ডেঞ্জেল ডামফ্রিসকে।

মাঠে প্রবেশ করা খেলোয়াড়দের মোট ১৫টি কার্ড দেখিয়েছেন রেফারি মাতিও। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ম্যাচে এত বেশি কার্ড দেখানোর রেকর্ড নেই।

এমনকি যার পরিচিতি মাঠে ভদ্র খেলোয়াড় হিসেবে, সেই মেসিকেও কার্ড দিতে ছাড়েননি রেফারি। বদরাগী এই রেফারিকে নিয়ে ম্যাচের পর রীতিমত ক্ষোভ ঝেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

পেনাল্টি শুটআউটে ২ পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনার নায়ক বনে যাওয়া এমিলিয়ানো মার্টিনেজও রেফারির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অ্যাস্টন ভিলার গোলরক্ষক বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7648 0
আর্জেন্টিনার জার্সি গায়ে ধান কাটলেন কৃষিশ্রমিকরা https://mstvbd.com/?p=7594 https://mstvbd.com/?p=7594#respond Thu, 17 Nov 2022 15:33:53 +0000 https://mstvbd.com/?p=7594 ...বিস্তারিত পড়ুন]]> ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পছন্দের দেশের পতাকার রঙে বাড়ি রং করা, শতফুট পতাকা টানানো, বাড়ির দেওয়ালে নানা স্লোগান লেখার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। কিন্তু এবার ব্যতিক্রমী দৃশ্য ছড়িয়ে পড়েছে ফসলের মাঠে। আর্জেন্টিনার জার্সি পরে সারিবদ্ধভাবে ধান কাটায় মেতে উঠলেন মৌসুমি কৃষিশ্রমিকরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ্র্ববর্তী এলাকার একটি ধানক্ষেতে ২২ জন কৃষিশ্রমিক আর্জেন্টিনার জার্সি পরে ধান কাটেন। এই দৃশ্য নজর কেড়েছে পথচারী ও এলাকাবাসীর।

ফুটবলপ্রেমী এই কৃষিশ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়। একসঙ্গে ময়মনসিংহে ধান কাটতে এসেছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মজুরির টাকায় অর্ডার দিয়ে কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। পরে গায়ে পরে মাঠে নেমে কাটছেন সোনালি ধান।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাসিন্দা মাহফুজ মিয়া। ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত বনে যান।

একাধিক কৃষক জানান, আর্জেন্টিনা দলের মেসি খুব ভালো মানুষ। আমরা সবাই তাকে পছন্দ করি। ভালোবাসি বলেই তার দলের জার্সি কিনে গায়ে দিয়ে ধান কাটছি। এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।

নেত্রকোনার মোহনগঞ্জের কৃষিশ্রমিক আনোয়ার হোসেন বলেন, আমরা ২২ জন ময়মনসিংহে ধান কাটতে এসেছি। আমরা সবাই আর্জেন্টিনাকে সমর্থন করি। এবারের বিশ্বকাপ আমরা মেসির হাতে দেখতে চাই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7594 0
দিবালাকে রেখেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা https://mstvbd.com/?p=7586 https://mstvbd.com/?p=7586#respond Fri, 11 Nov 2022 16:49:47 +0000 https://mstvbd.com/?p=7586 ...বিস্তারিত পড়ুন]]> চোটের কারণে তার কাতার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। এখনও পুরোপুরি ফিট নন পাওলো দিবালা। তারপরও এই ফরোয়ার্ডকে পাওয়ার আশায় তাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কানোলি।

দিবালা অবশ্য সুস্থ হওয়ার পথে আছেন। আশা করা হচ্ছে, ২২ নভেম্বর আর্জেন্টিনার গ্রুপপর্বের প্রথম ম্যাচের আগেই ফিটনেস ফিরে পাবেন এই তারকা।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‌’সি’তে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব। এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো এবং পোল্যান্ড।

বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন সুপারস্টার লিওনেল মেসি। পঞ্চমবারের মতো বিশ্বকাপ মাতাবেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

মেসির সঙ্গে থাকছেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া আর নিকোলাস ওতামেন্দিও। সবমিলিয়ে বেশ শক্তিশালী দল নিয়েই কাতার যাচ্ছে আর্জেন্টাইনরা।


গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেয়া, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পেরেদেস, রদ্রিগো দে পল, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এসিকুয়েল প্যালাসিওস, আলেক্সিস ম্যাক আলিস্টার।

ফরোয়ার্ড: পাউলো দিবালা, লিওনেল মেসি, আঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জোয়াকিন কোরেয়া।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7586 0