যশোর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 05 Mar 2023 15:52:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png যশোর – MS TV https://mstvbd.com 32 32 যশোরের নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করে কারাগারে যুবলীগ নেতা https://mstvbd.com/?p=7920 https://mstvbd.com/?p=7920#respond Sun, 05 Mar 2023 15:52:17 +0000 https://mstvbd.com/?p=7920 ...বিস্তারিত পড়ুন]]> যশোরে যুবলীগ নেতা ম্যানসেলের নেতৃত্বে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (৫ মার্চ) দুপুরে শহরের মুজিব সড়কের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই সময় হামলাকারীরা এক কর্মচারীকে মারধরের পর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করে। এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বাদী হয়ে থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি।

গ্রেফতার অন্যরা হলেন, মাহবুব রহমান ম্যানসেলের সহযোগী রাকিব হাসান ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী এবং মীর সাদি।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি কবি শেখর জানান, রোববার দুপুরে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর জরুরি বিভাগে তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এসময় অফিসের প্রধান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি রুমের বাইরে আসেন।

থেরাপি মেশিন চালু না করে রুমের বাইরে আসায় ম্যানসেল ও তার সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে নিয়ে মারধর শুরু করেন। তার চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে গালিগালাজ করে তাকে মারতে উদ্যত হন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করে মোবাইলফোন কেড়ে নেওয়া হয়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ম্যানসেলসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর মুনা আফরিন আটক চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন/চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর সন্ধ্যায় পুলিশ ওই চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মারুফ আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমরা চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হতে হবে কখনো ভাবতে পারিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শফিকুল আলম জানান, সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীতে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সবাই পুলিশের তালিকাভুক্ত আসামি। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7920 0
যশোরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে অভিযান, পরে পুলিশ হাতে আটক https://mstvbd.com/?p=6539 https://mstvbd.com/?p=6539#respond Tue, 01 Mar 2022 19:16:56 +0000 https://mstvbd.com/?p=6539 ...বিস্তারিত পড়ুন]]> যশোরের শার্শা উপজেলায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃত মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল বলেন, মঙ্গলবার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি মাইক্রোবাস থেকে নামেন মিষ্টি। এরপর তিনি বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে ঢুকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন। মেয়াদোত্তীর্ণ মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন। এসময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় ফোন দিয়ে ঘটনাটি জানান।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও একটি এনজিওর পরিচয়পত্র পাওয়া যায়।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই তারিকুল।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6539 0