যুবক নিখোঁজ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 21 Apr 2022 08:39:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png যুবক নিখোঁজ – MS TV https://mstvbd.com 32 32 ব্রাহ্মণবাড়িয়ায় মহিষ নিয়ে নদীতে নেমে এক যুবক নিখোঁজ https://mstvbd.com/?p=6773 https://mstvbd.com/?p=6773#respond Thu, 21 Apr 2022 08:39:40 +0000 https://mstvbd.com/?p=6773 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় জিলানী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মনু বাবুর ঘাট সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

তিনি জানান, সকালে ছয়টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবুর ঘাট থেকে নদী সাঁতরে বগডহর যাচ্ছিলেন। হেলাল নামের যুবকটি তিনটি মহিষ নিয়ে নদী পার হতে পারলেও জিলানী পার হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তবে বাকি তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6773 0