র়্যাবের উপর হামলা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 05 Dec 2022 09:05:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png র়্যাবের উপর হামলা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় র়্যাবের উপর হামলা চালানো যুবক পুলিশের হাতে ধরা https://mstvbd.com/?p=7618 https://mstvbd.com/?p=7618#respond Mon, 05 Dec 2022 09:05:42 +0000 https://mstvbd.com/?p=7618 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে র়্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগে একরাম হোসেন জনি (২৩) ওরফে বাবু নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

গেল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার জাজিসার গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গেল মাসের ৩ নভেম্বর ভোরে উপজেলার শিমরাইল এলাকা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে র়্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের একটি টহল দল,সে সময় মাদক চোরাকারবারীরা হামলা চালিয়ে ওই সব মাদক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, এ সময় র়্যাব বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়,ওই সময় ২ র়্যাব সদস্য তাদের হামলায় গুরুতর আহত হয়,এরপর নিজেদের আত্মরক্ষায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র়্যাব,এ ঘটনায় সম্পৃক্ত বেশ কয়েকজন মাদক চোরাকারবারীদের আসামি করে ৪ নভেম্বর সকালে কসবা থানায় আহত র়্যাব- সদস্য নায়েক সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। যার বরাতে তাকে গ্ৰেফতার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7618 0